শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

সাহিত্যে নোবেল পুরষ্কার ২০২১ পেলেন আব্দুলরাজাক গুরনাহ

সাহিত্যে নোবেল পুরষ্কার ২০২১ পেলেন আব্দুলরাজাক গুরনাহ

সাহিত্যে

হাসনাইন সাজ্জাদী
।।
সাহিত্যে আব্দুলরাজাক গুরনাহ নোবেল পেয়েছেন।তিনি তাঞ্জানিয়া বংশদ্বোত ঔপন্যাসিক। অভিবাসী ও উপসাগরীয় শরনার্থীদের জীবনযাত্রার উপর লেখা উপন্যাসের জন্য তিনি এবার নোবেল পেলেন।তাকে অভিনন্দন।
২০২১ -এর নোবেল পুরষ্কার পেয়েছেন তিনি।কথাসাহিত্যিক আবদুল রাজাক গুরনাহর জন্ম ১৯৪৮ সালে তাঞ্জানিয়াতে। ১৯৬৮ সালে তিনি ইংল্যান্ডে আসেন উদ্বাস্তু হিসেবে। ১৯৮২ সালে ইংল্যান্ডের কেন্টারবেরির ইউনিভার্সিটি অব কেন্ট থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কেন্ট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টাডিজের প্রফেসর এবং ডিরেক্টর। এপর্যন্ত তিনি দশটি উপন্যাস এবং একটি গল্পের বই প্রকাশ করেছেন। তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে প্যারাডাইস – যেটা বুকার পুরষ্কারের জন্য শর্টলিস্টেড হয়েছিল। তাঁর বইগুলির বেশ কয়েকটি ফরাসি, সুইডিশ এবং জার্মান ভাষায় অনুদিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD