শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে – মহসিন সাদেক

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে – মহসিন সাদেক

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে - মহসিন সাদেক

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে

মহসিন সাদেক

১৯৩০সালের ৭ই মে মাত্র ৪বছর বয়সে গুটি বসন্ত রোগে আক্রান্ত মারা যান আত্মার পরম আত্মীয় কবি নজরুল ইসলামের স্নেহের পুত্র বুলবুল।

কবির চার বছর বয়সী বুলবুল এতোটাই মেধাবী ছিল যে,কবি নজরুল যে কোন সুর বাজালেই বুলবুল বলে দিতে পারতো বাবা কি সুর বাজাচ্ছেন।

কবির পরম প্রিয় সেই আদরের পুত্র বুলবুল কে নিয়ে আত্মার পরম আত্মীয় নজরুলের রয়েছে খুবই বেদনাময় একটি কাহিনি তা হলো ঃ–
পঞ্চানন ঘোষাল তখন কলকাতার তরুণ পুলিশ অফিসার।

কাজী নজরুলকে তিনি ভালোবাসেন এবং মাঝে মাঝে তার সাথে গল্প করেন।

একবার কবির বাসায় তল্লাশীর হুকুম এল উপর থেকে এবং পঞ্চননকে দায়িত্ব দেয়া হল সে দলে থাকার।

গোয়েন্দারা তাকে নিয়ে দরজায় কড়া নাড়ল কবির ঘরের, কাজী নজরুল দরজা খুলে দিলেন এবং সঙ্গত কারণে এই তরুণ অফিসার এবং কবি দুজনই পরস্পরকে না চেনার ভান করে রইলেন।

গোয়েন্দা পুলিশের দল কবির ঘরে সবকিছু তছনছ করে তল্লাশী চালাচ্ছে, কবিও তাদেরকে যথাসম্ভব বাক্স খুলে খুলে দেখাচ্ছেন।

হঠাৎ ঘরের কোনে পরম যত্ন উঠিয়ে রাখা একটি বাক্সে নজর পড়ল তাদের। তারা সেটি খুলে দেখতে চাইল। কবি অসহায়ের মত দাড়িয়ে হাত বাড়িয়ে বলে উঠলেন, না না, ওটাতে হাত দিবেন না যেন। কবির বিচলিত মুখভঙ্গি দেখে পুলিশদের সন্দেহ তীব্র হল।

তাদের একজন সজোরে সেটি খুলতেই সেই বাক্সটি থেকে ঝরে পড়ল কিছু খেলনা আর ছোট ছোট জামা কাপড়সহ বাচ্চাদের অন্যান্য সামগ্রী।

এভাবে সেগুলো আছড়ে মাটিতে পড়তে দেখে কবির দু চোখ পানিতে ভরে গেল, ঝরঝর করে তিনি কেঁদে দিলেন সবার সামনে।

এমন সুকঠিন মুখখানা তার ব্যাথায় ও দুঃখে কালো হয়ে গেল। এ খেলনা ও ব্যবহার্য সামগ্রীগুলো ছিল কবির আদরের ধন ছোট বুলবুলের।

তার মৃত্যুর পর এসব বুকে জড়িয়ে কবি স্বান্ত্বণা খুঁজে পেতেন, আদর আর চুমো পৌঁছে দিতেন বুলবুলের গালে।

একসময় অফিসার পঞ্চনন ঘোষাল তার এক লেখায় নিজেকে অত্যন্ত ব্যর্থ ও লজ্জিত উল্লেখ করে লিখেছেন, এরপর কত মানুষের কত ঘর সার্চ করেছি,কিন্তু সেদিনের মতো এমন কষ্ট আর কোথাও পাইনি।

কবিপুত্র বুলবুল ‘ভোঁ-গাড়ি’ চড়তে চাইত , নজরুল তাই বুলবুলকে গোরস্থানে নিয়ে গিয়েছিলেন মোটরগাড়িতে করে।

পুত্র শোকে পাগলপ্রায় কবি লিখেছিলেন সেই বিখ্যাত গানটি-

“ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে,
আমার গানের বুলবুলি
করুন চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি………………।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD