শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

স্রোত সাহিত্য উৎসব জুড়ী ও হাকালুকি পরিক্রমা

স্রোত সাহিত্য উৎসব জুড়ী ও হাকালুকি পরিক্রমা

স্রোত সাহিত্য উৎসব জুড়ী ও হাকালুকি পরিক্রমা

গত ১২ নভেম্বর ২০২৩ স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার কমলগঞ্জ উপজেলা শাখা ও জুড়ী-কুলাউড়া উপজেলা শাখাদ্বয়ের সদস্যদের আনন্দ ভ্রমণ ও স্রোত সাহিত্য উৎসবের বাংলাদেশ পর্বের সূচনা হয়।সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানকবি,সাপ্তাহিক খোঁজখবর ও পূর্বাপর সাহিত্য পত্রিকার সম্পাদক হাসনাইন সাজ্জাদী,দৈনিক সমকাল সংবাদ পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি ও শমসেরনগর সাংবাদিক সমিতির সহ সভাপতি প্রনীতরঞ্জন দেবনাথ,দৈনিক ভোরের ডাকের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানের সূচনা হয় হাকালুকি হাওর পরিদর্শন করার মাধ্যমে। তারপর জুড়ীতে কবি হাসনাইন সাজ্জাদীর পৈতৃক বাসভবন লোক-সাহিত্যিক আমির সাধুর নামাঙ্কিত আমির মঞ্জিলে হয় সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন।স্রোত বাংলাদেশ পর্বের এই সাহিত্য উৎসবে কথা বলেন কবি হাসনাইন সাজ্জাদী, প্রনীতরঞ্জন দেবনাথ,আল আমীন ও মো.জয়নাল আবেদীন। স্রোতের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে স্রোত সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে।পাশাপাশি তিনি আরো বলেন ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে শমসেরনগর স্রোত সাহিত্য উৎসব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD