রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

বাবা দিবসে কবি মৌ মধুবন্তীর কবিতা

বাবা দিবসে কবি মৌ মধুবন্তীর কবিতা

আজ বিশ্ব বাবা দিবস।
বিশ্বের সকল দায়িত্ববান বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

আমরা যারা একাধারে মা ও বাবার দায়িত্ব পালন করছি, তাদের জন্য অফুরান ভালবাসা।

পাঁজর ছিঁড়ে যায় বাপী
মৌ মধুবন্তী
১/
আমার মনে আমার বাবা সুপারম্যান
প্রতি পদক্ষেপেই বাবার ছায়া বিদ্যমান
বাবার কথা মনে হলেই
হাজার স্মৃতি মনে পড়ে
গাছের ছায়া, বাবার মায়া যায় না কভু সরে
আমার বাবা আমার শিক্ষা, ছোট্ট একটি স্কুল
সেই স্কুলে যাই শিখেছি কিছুই নয়কো ভুল
বাবা ছিলেন টাকার ব্যাংক, বিশ্ব র‍্যাংক
অঢেল ছিল সম্পদ, তাই ছিল না বিপদ
সেই বাবাটা কোথায় আছে? কেমন আছে?
আত্মা বাবা আজো কি তেমনি ভালোবাসে?
ঘুম না এলে বাবার আঙ্গুল চুলে কাটতো বিল্লি
বাবা দিবস এলেই বুঝি করি চিল্লা চিল্লি
দিবস গুনে হয় না তো বাবার অবস্থান
বাবা হলো, আকাশ জোড়া
হৃদয় পোড়া পাহাড়ের সমান।
বাপী তোমায় ভালোবাসি সারা দিনমান।
২/
ঈদ আসলেই কান্না আসে দুচোখ ভরে
শুধু বাবা আসে না
নতুন কাপড়, ঈদের জামাত সবই আছে
বাবা কিছু বলে না
মায়ের কাছে বাবা আছে তেমনি রোমান্টিক
ভাইবোনেরা আমরা তাই এখনো আছি ঠিক
ভালোবাসায় বেঁধে রেখে কোথায় গেলে বেড়াতে
বাবা নামের মোহন মায়া কেউ পারে না এড়াতে
ভাবি যখন বাবার কথা, মনে জাগে শত ব্যথা
আকাশগঙ্গা পারে, মন বিথানের তারে
নিঃশব্দে সব খবর আসে, সশব্দে যায় দিন
বছর ঘুরে ঈদের নৌকা একলা হয় বি-লীন
ঈদ কি পারে ভাসিয়ে দিতে বাবার মায়ায়
আলোর ছায়ায়, বিশ্বকুলের আদর-সোহাগে
তেমন তো আর হয় না ঈদ, যেমন হতো আগে
৫ জুন, ২০২৩
মন্সি। নিউইয়র্ক, আমেরিকা

#HappyFathersDay
#বিশ্ববাবাদিবস
#followers
#mindset

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD