শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

পৃথিবী বলয়ে বৃহস্পতি শনি -হাসনাইন সাজ্জাদী

পৃথিবী বলয়ে বৃহস্পতি শনি -হাসনাইন সাজ্জাদী

বলয়ে

পৃথিবী বলয়ে বৃহস্পতি শনি
-হাসনাইন সাজ্জাদী


ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো চিত্রকল্পে সংযোজন
না বাইল্ট করা আমার এ অপরাধ জীবন
টাকার নোটের বিভিন্ন অংশের সংযোজন
অথবা জাল টাকা উপস্থাপনের অপরাধ
যেনো
যেনো এ জীবনকে করে তুলেছে দংশিত
সর্প দংশনে হয়ে পড়েছে আজ পৃথিবী বিষাক্ত
হারিয়ে গেছে জীবন থেকে আমোদ প্রমোদ
বিনোদন।
আমার প্রেম দ্রুত জমা পড়ছে তলপেটে
তেলতেল করছে জমানো মেদ
হারানো দিনে আড়াল পড়ছে আমার নারীগন
আমি এখন আবেগহীন বিবেকের সমষ্টি
আমি এখন স্ফীত স্ফটিক ইমেজিং রোবট
আমাকে নিয়ে যাদের ভীতিকর চারপাশ
তাদের জন্য আমার পক্ষে নিশ্চিত নিরাপত্তা
আমি এখন হিসেব করে পা ফেলা মানুষ।
অথচ দেখো পৃথিবীর কত পাশে আজ বৃহস্পতি?
চাঁদের সোজা উপরে এসে দ্যুতি ছড়াচ্ছে সে
তার আলোয় চাঁদও বেশ সতেজ
দু’দিন পর আসছে শনিও
বৃহস্পতি শনিতে কাটাকাটি হবে পৃথিবী থেকে
যত অমঙ্গল এমন প্রত্যাশা আমার
আমি এখন কাটাকুটির মধ্যে রয়েছি
আমার সাফল্য ব্যর্থতার মধ্যে চলছে দ্বিধা দ্বন্দ্ব
পৃথিবী উপুড় হলে আমার ক্ষতি নেই
আমি আগে থেকেই উপুড় হয়ে আছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD