শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

হাসনাইন সাজ্জাদী’র কবিতা।। তোমার আগমনে আমার দায়

হাসনাইন সাজ্জাদী’র কবিতা।। তোমার আগমনে আমার দায়

তোমার আগমনে আমার দায়
-হাসনাইন সাজ্জাদী
।।
একদিন ঠিক সকাল সকাল ঘুম ঢুলু ঢুলু চোখে
চলে এসো তুমি আমার ঘরে
একদম বাসি মুখে আসতে পারো
কিংবা দেরি হয়ে গেলেও আসতে পারো
সূর্যটা মাথায় নিয়ে ঠিক দুপুরে

আসতে পারো তুমি সূর্যটা
মাথার উপর একটুখানি হেলে পড়লে
পূর্বদিকে আমার বাড়ি
তখন ঠিক সূর্যটাও
মাথা থেকে পেছন দিকে
দূরে থাকে

অথবা পৃথিবীটা যখন সরে যায় সূর্য থেকে
যখন আমরা স্নান করি গোধূলিতে
তখনও তুমি আসতে পারো
তোমার জন্য রাখা আছে বসার আসন
এসে পড়লেই বসবে তুমি নীরব তাতে

কিংবা তুমি আসতে পারো রাত হলে
সন্ধ্যেবাতি এখন কী আর জ্বলে ঘরে
সারাদিনই বিদ্যুৎ দেয় আলো
আগের দিন থেকে যুগটা এখন বিজ্ঞানে
এখন কিন্তু অনেক ভালো

তোমার আসতে বাধা নেই রাত বাড়লেও
আমার কিন্তু দায় নেই অন্ধকারে পথ হারালেও
আমি কিন্তু বসে থাকি তোমার জন্যে
একজীবন আর -কতটুকু বাড়বে দায়?
তুমি আমার কাছে একেবারেই চলে এলে!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD