শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

কোভিড-১৯ হ্রাসে মানসম্মত সমাধান প্রয়োজন

কোভিড-১৯ হ্রাসে মানসম্মত সমাধান প্রয়োজন

কোভিড-১৯ হ্রাসে মানসম্মত সমাধান প্রয়োজন

কোভিড-১৯ হ্রাসে মানসম্মত সমাধান প্রয়োজন।

লকডাউন কোভিড-১৯ নিয়ন্ত্রণের একটি উপায়, কিন্তু একমাত্র কার্যকরী উপায় নয়। লকডাউনের চেয়েও বেশি জরুরী দেশে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, জগাখিচুরি মার্কা নয় যেমন যত্রতত্র রেপিড এন্টিজেন টেষ্ট (Rapid Ag Test) করা, কেনুলার সাহাস্যে কোভিড১৯ রোগীকে দায়সাড়া অক্সিজেন সরবরাহ করা ইত্যাদি ।

অতিরিক্ত ঝুঁকিপূর্ণ জেলাসমুহে প্রয়োজন ব্যপক আরটি – পিসির (q RT-PCR) পরীক্ষার ব্যবস্থা করা, হাই-ফ্লো নেজাল কেনুলার মাধ্যমে পর্যাপ্ত নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসা ও নার্সিং সেবার সুব্যবস্থা করা।

এ সকল ব্যবস্থাসমূহই কেবল জেলা পর্যায়ে বসবাসরত জনগোষ্ঠীর কোভিড ১৯’র প্রকোপ ও মৃত্যু (morbidity and mortality) হ্রাসে যথার্থ অবদান রাখবে। একই সাথে মেনে চালাতে হবে নিয়মিত বিরতিতে সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, মাস্ক পড়া, ১.৮ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য।

ডা.আহমদ পারভেজ জাবীন।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD