মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

কবি বাপ্পি সাহার জন্মদিন ঘিরে আনন্দ উচ্ছ্বাস

কবি বাপ্পি সাহার জন্মদিন ঘিরে আনন্দ উচ্ছ্বাস

বাপ্পি সাহা

নারায়ণগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত একটি নাম। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার গীতিকার এবং শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন। সাহিত্য অঙ্গনে তার অবাধ বিচরণ,বিভিন্ন সংগঠনের সাথে তিনি কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে।
জন্ম ৫ জুলাই ১৯৮৪ ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম হলেও,তার শৈশব কৈশোর কেটেছে নারায়ণগঞ্জে।আমলাপাড়া আদর্শ স্কুলে পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেনী পর্যন্ত,এরপর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এস এস সি পাশ করেন। এরপর ভর্তি হন সরকারী তোলারাম কলেজ এ পাশাপাশি ব্যবসায় জড়িয় পরেন।
তিনি কবিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি পাশাপাশি বিভিন্ন সাহিত্য সংগঠন ও লেখালেখির সাথে জড়িত। কবিয়াল ফাউন্ডেশন একটি সাহিত্য সংগঠন হলেও কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে।

কবির কিছু কবিতা যা পাঠকদের মন জয় করে নিয়েছে

সবুজ জমিনে লাল
এই আমার স্বর্গধাম
বাংলার বুকে এঁকে দিলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম।

 

মাটির দিকে তাকিয়ে করি নীরবতাকে ছিন্ন
তোমার মনে আমি এঁকে চলি আমার পদচিহ্ন।

 

ঘুরে ফিরে বড্ড চলে যাচ্ছে,যাচ্ছে যে দিন
তোমার প্রতি বাড়ছে,বাড়ছে আমার ঋণ।

যতটুকু দৃষ্টি যায় সবটা জুড়ে লাল সবুজের বাংলাদেশ
তুমি আমার সেই অনুভূতি তোমাতেই হবো নিঃশেষ।

 

ভাবছো দূরে কোথাও, কত দূরে যেন মন
আমি বলি তারপরও তোমার কাছাকাছি শুধু অনুভূতির প্রয়োজন।

বিজয় আমার লাল সবুজে
বিজয় আমার প্রাণে
বিজয় আমার স্বপ্ন রাঙা
বিজয় নবান্নের ঘ্রাণে।

ভুলতে গিয়েও হয়না ভুলা মনে রাখি যে রোজ
এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া রাখেনা কেউ খোঁজ।

তুমি হিন্দু হলেই কী
বা বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম হলেই কী?
কত পার্থক্য তৈরি করবে….
তোমার আমার রক্ত মিশে আছে আদম হাওয়া অব্ধি।

চলেই যদি যাবে যাও
দূর বহুদূর।
আকাশ আর মাটির মত থেকো
একে অপরের দিকে চেয়ে।

যাবার আগে ভালোবাসার শেষ পংঙিটা
যেও তুমি লিখে।

আমি অর্ঘ্যের থালা সাজিয়ে রেখেছি
একশো আটটি পদ্ম ফুলে।

ভালোবাসার জলে আমি এক নদী
তুমি চলো এদিক ঐদিক, আমি নিরবধি।

যদি চোখে রাখা যায় চোখ
ঠোঁটে ছোঁয়া যায় ঠোঁট
তবে না হয় ভালোবাসাও হোক,
ভালোবাসা হোক।

 

 

প্রকাশনাঃ রাঙা প্রজাপতির ডানা (কবিতা ২০১৪), ছায়াদ্বীপ (গল্প ২০১৫), স্মৃতির ক্যানভাসে (কবিতা ২০১৬), বিষাদের খেয়া (কবিতা ২০১৭), বাপ্পি সাহা’র শত কবিতা (কবিতা ২০১৮), সৃষ্টিতার উষ্ণ চুম্বন (উপন্যাস ২০১৯), মুখোশের অন্তরালে (উপন্যাস ২০২০), সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( ২০২১),বাপ্পি সাহা’র একশো প্রেম… (কাব্যগ্রন্থ ২০২১),কিশোর মুক্তিযুদ্ধ ( ২০২১), ভূতের আস্তানা (২০২২), নানান দেশের রূপকথা (২০২২),সায়েন্স ফিকশন গানশিপের যোদ্ধা (২০২৩)

সম্পাদিত গ্রন্থ: জনক, স্মারকগ্রন্থ ‘এক তর্জনীর স্বাধীনতা’ (মুজিববর্ষ-২০২০),স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মারকগ্রন্থ ( কবিয়াল সাহিত্য উৎসব-২০২১)

 

পুরষ্কারঃ

বঙ্গবন্ধু সাহিত্য পুরষ্কার ২০১৮
জীবনানন্দ দাশ সাহিত্য পুরষ্কার ২০১৯
জাতীয় কবি স্মৃতি সম্মাননা ২০১৬ আয়োজকঃ অগ্নীবীনা
স্মৃতি ৭১ কাব্য সাহিত্যে
বঙ্গবীর ওসমানী স্মৃতি পুরষ্কার ২০১৩ (কবিতায়) সংশপ্তক শিশু -কিশোর সংগঠন
স্মারক সম্মাননা কাব্য চর্চায় সমতটের কাগজ (২০১৭)
দক্ষ সংগঠকের মর্যাদায় -২০১৪ ভোরের আকাশ
সাহিত্যে হিউম্যান রাইটস্ গোল্ড মেডেল পুরষ্কার ২০১৮
কবি খান মুহাম্মদ মঈনউদ্দিন সাহিত্য পুরষ্কার ২০১৩ ( কাব্য সাহিত্যে)
জসীমউদ্দীন সাহিত্য পুরষ্কার ২০২১ লেখক উন্নয়ণ কেন্দ্র।
ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ থেকে কবিতায় বঙ্গবন্ধু পদক ২০২২
মিজাফ বিজনেস স্টার এওয়ার্ড ২০২২ কবিতায় বিশেষ অবদানের জন্য

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD