রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

এইতো বর্ষাকাল -সপ্তিকা চক্রবর্তী

এইতো বর্ষাকাল -সপ্তিকা চক্রবর্তী

এইতো বর্ষাকাল
সপ্তিকা চক্রবর্তী

আষাঢ়েতে বাদল ধারা ঝড়ঝড়িয়ে আসে,
টলমলে জল হেসে বেড়ায় মাঠের সবুজ ঘাসে।
বৃষ্টি ধারায় মাথা নেড়ে গাছের স্মানটি সারা,
খুশিতে সব ছেলেমেয়ের মন যে পাগল পারা।
বৃষ্টি ছন্দে ফুলগুলো সব খেলছে আপন মনে,
পাখিগুলো ডানা মেলে উড়ছে গগন কোনে।
আসছে আবার শ্রাবণ ফিরে আষাঢ় হলেই পাড়,
গভীর রাতে আকাশ মাঝে মেঘগুলো হয় ভার।
থেমে গেলে বৃষ্টি হঠাৎ,একটু রোদের হাসি,
নিমিষেই আঁধার ভূবন মেয যে রাশি রাশি।
প্রবল রোদের তাপের মাঝে,একটু হিমেল হাওয়া,
হরেক রুপেই ষড়ঋতুর চলছে আসা যাওয়া।
খেলছে ভরা পুকুর জলে পাতি হাঁসের পাল,
হাসছে ভূবন বৃষ্টি ধারায় এইতো বর্ষাকাল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD