মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

সিলেটি ভাষার কতিপয় শব্দ

সিলেটি ভাষার কতিপয় শব্দ

সিলেটি ভাষার শব্দাবলী
-হাসনাইন সাজ্জাদী
।।
হাইঞ্জা> দিনর শেষ,সন্ধ্যা বেলা।
প্রবাদ;হাই মরলা হাইঞ্জা রাইত
কান্দিয়া উঠলা পতা রাইত।
হাই>স্বামী
মরলা> মৃত্যুবরণ
কান্দিয়া>কান্নাকাটি
পতা>সেহেরির সময়
খাইঞ্জা > মাছ ধরার জন্য গাথা খুদে কাঁটা দিয়ে রাখা জলাশয় বিশেষ।
প্রবাদ;খাইঞ্জা দিয়া মাছ আর
পেরেকে আতর গাছ।
গাথা> গর্ত।
হুরুমুরু> ছোটো আকার।
প্রবাদ> বেটা দেখতে হুরুমুরু
কাজকামে নূরু।
নুরুল হক নূর ওরফে বিকাশ নূর।বাংলাদেশে ইসরাইলি এজেন্ট।সাংঘাতিক অর্থে।
চোঙ্গা >বিশেষ ধরনের তৈরি বাঁশের পাত্র।বাঁশের এক পাশ আকির নীচে এবং অপর অংশ আকির যতটা সম্ভব উপরে কেটে আগের দিন টাকাপয়সা,জিনিসপত্র ভরে রাখা হতো।
প্রবাদ;বাপে না গুতে
চোঙ্গা ভরি মুতে।
মুত>প্রস্রাব
আকি>বৃক্ষ ও গাছ পালার বাড়ন্ত স্থান বা একটি স্তর, জয়েন্ট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD