শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

জন্মদিনে শ্রদ্ধা।।শহিদ শেখ জামালের বর্ণাঢ্য জীবন-বাহার টিটু

জন্মদিনে শ্রদ্ধা।।শহিদ শেখ জামালের বর্ণাঢ্য জীবন-বাহার টিটু

শহিদ শেখ জামাল এর বর্ণাঢ্য জীবন।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২য় পুত্র শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর বড় বোন শেখ হাসিনা বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল (বর্তমানে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ) থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।তিনি একজন ভালো ক্রিকেটার ছিলেন এবং ভালো গিটার বাজাতে পারতেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি ধানমন্ডির বাসায় বন্দি ছিলেন। ঢাকা কলেজে পড়াকালীন সময়ে তিনি ইউগোস্লোভিয়া সেনাদের পৃষ্ঠপোষকতায়য় ইউগোস্লোভিয়ার সামরিক ট্রেনিং একাডেমি থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।পরবর্তীতে গ্রেট বৃটেনের রয়েল মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন্ড অফিসার হিসেবে যোগদান করেন।১৯৭৫ সালের ১৫ আগষ্ট মাত্র ২১ বছর ৪ মাস বয়সে তিনি সেনাবাহিনীর কিছু বিপথগামী অফিসার কর্তৃক স্বপরিবারে গভীর রাতে নির্মমভাবে নিহত হন।জন্মদিনে মহান এ শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD