সোমবার, ২০ মে ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

লিয়াকত হোসেন খোকন এর গান

লিয়াকত হোসেন খোকন এর গান

লিয়াকত হোসেন খোকন এর গান

লিয়াকত হোসেন খোকন

আমার লেখা গান –
যে কেউ সুর সৃষ্টি করে গাইতে পারেন –
গীতিকার হিসেবে আমার নাম দিবেন –

গান নং –
৩৮.
এমন দিন কি হবে পাওয়া গুরুর চরণ ছোঁয়া ;
গড়াই তীরে বসিয়া করে যাই গুরু গুরু –
পাই যদি তার ছোঁয়া ফুটে উঠবে হৃদিপদ্ম!
গুরু দেখা দাও গো, মনের আঁধার যাবে ছুটে ;
এমন দিন কি হবে পাওয়া গুরুর চরণ ছোঁয়া ।
দেখা দাও হে গুরু দেখা দাও গো –
পাইলে তখন ধরাতলে পড়বো লুটে, গুরু বলে হব সারা।
ত্যাজিব সকল ভেদাভেদ, ঘুচবে মনের খেদ,
সব লোকে কয় , গুরু নিরাকার!
হিন্দু মুসলমান সকল মানব – দেহের মিলনে কি বাঁধা!
ওরে দু’চোখ অন্ধ দেব তারই তরে , তিমির তিমির ভরা।
এমন দিন কি হবে পাওয়া গুরুর চরণ ছোঁয়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD