শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

ললিতকণ্ঠের আয়োজন ‘আমরাই বঙ্গবন্ধুর কণ্ঠ’

ললিতকণ্ঠের আয়োজন ‘আমরাই বঙ্গবন্ধুর কণ্ঠ’

ললিতকন্ঠের আয়োজন
আমরাই বঙ্গবন্ধুর কণ্ঠ

ললিতকণ্ঠ- স্বরশৈলীর নন্দন বন্ধনের ভার্চুয়াল আয়োজনে বঙ্গবন্ধু স্মরণে “আমরাই বঙ্গবন্ধুর কণ্ঠ ” শিরোনামে এক ভার্চুয়াল আয়োজন করা হয়। গত ১৬ আগস্ট টরন্টো/নিউইয়র্ক সময় রাত ১০টায় এ আয়োজনটি শুরু হয়ে প্রায় সাড়ে এগারটা পর্যন্ত চলে। খালিদ মিঠু ও মৌ মধুবন্তীর প্রাণবন্ত ও আবেগঘন উপস্থাপনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে অংশগ্রহন করেন ড. ফারুক আজম, তৌফিকুর রহমান রাঙ্গা, সামিনা খন্দকার. জহির হাসান চৌধুরী সবুজ, নাসিমা বাহার ও আহমেদ সাকলায়েন। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সঙ্গীত পরিবেশনা ও কবিতা আবৃত্তি। সেই সাথে অতি সংক্ষেপে শোকাবহ ১৫ আগস্ট নিয়ে সকলের বেদনাহত অনুভূতি প্রকাশ করা হয়। কবিতা আবৃত্তির মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গিয়ে ড. ফারুক আজম ১৫ আগস্টের ঘটনাকে পালক পুত্রের হাতে জুলিয়াস সিজারের নিহত হওয়ার দুঃখজনক ট্রাজেডির সাথে তুলনা করেন। তৌফিকুর রহমান রাঙ্গা বলেন, বঙ্গবন্ধু তুলনাহীন, সকলের মতো আমিও বঙ্গবন্ধু-অনুরাগী। এই মহান মানুষটিকে নিয়ে যত প্রকাশনা প্রকাশিত হয়েছে বিশ্বে আর কাউকে নিয়ে এতো বেশি প্রকাশনা তিনি দেখেননি বলে আবেগ প্রকাশ করেন। অংশগ্রহনকারী অন্যরা সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত অন্য সকলের আত্মার চিরশান্তি ও বেঁচে থাকা দুই কন্যার দীর্ঘায়ু কামনা করেন। উপস্থাপনার ফাঁকে ফাঁকে খালিদ মিঠু ও মৌ মধুবন্তীর আবৃত্তি ও বঙ্গবন্ধুকে নিয়ে অনুভুতি প্রকাশ অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। ভবিষ্যতে এ ধরনের আরো বেশি আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন দুই উপস্থাপক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD