শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

মাধবদি পৌরসভা প্রতিবেশীর দ্বারা হয়রানির শিকার একজনের অভিযোগ নেয়নি

মাধবদি পৌরসভা প্রতিবেশীর দ্বারা হয়রানির শিকার একজনের অভিযোগ নেয়নি

স্টাফ রাইটার।।প্রতিবেশী দাঁড়া হয়রানির শিকার হয়ে এক ভুক্তভোগী। নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মেয়র বরাবর একটি দরখাস্ত করেন । কিন্তু মাধবদী পৌরসভার কর্মকর্তারা সেই দরখাস্ত গ্রহণ করতে অনিচ্ছুক। দরখাস্ত গ্রহণ করত নাকি মেয়রের অনুমতির প্রয়োজন। মেয়রের অনুমতি ছাড়া কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। মেয়র মহোদয়কে না পেয়ে ভুক্তভোগী মেয়র কার্যালয় থেকে চলে আসতে বাধ্য হন। এদিকে ভুক্তভোগী মীর আশিক এলাহী জানান তার প্রতিবেশী মোঃ ফজলুল হক পিতা মৃত ইদ্রিস মেম্বার,২৭৫ ছোট মাধবদী নিবাসী মাধবী পৌরসভার অনুমতি ক্রমে বারো তালা একটি বিল্ডিং নির্মাণ করছেন।বিল্ডিং কোড অনুযায়ী চতুর্দিকে ঘেরাও করার নিয়ম থাকলেও জনাব ফজলুল হক তা অমান্য করে বিল্ডিং নির্মাণ করায় মীর আশিক এলাহি নানাবিদ সমস্যা হচ্ছে। তারমধ্যে বিল্ডিং এর সমস্ত পানি এলাহীর জায়গায় পড়ছে। এবং তার টিনের চাল নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে জনাব ফজলুল হক সাহেবের সাথে কথা বললে বিষয়টি জানানোর পরেও তিনি কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। আমার তো অবস্থায় মীর আশিক এলাহী সাহেব মেয়র এর দৃষ্টি আকর্ষণ করতে গেলে মেয়র মহোদয় অনুপস্থিত থাকার কারণে কোন প্রতিকার পাননি। তাই প্রতিকার না পেয়ে উনাকে চলে আসতে হয়েছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD