বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

ভালো ভাবুন ভালো থাকুন -ফখরুল আলম অপু

ভালো ভাবুন ভালো থাকুন -ফখরুল আলম অপু

ভালো ভাবুন ভালো থাকুন
————————————–

ভাবনার পথ ধরে নির্মিত হয় বাস্তবতা। ভাবনা যত ভালো ও সুন্দর হবে, বাস্তবতাও হবে তেমনি। আমরা তত ভালো থাকব। ভালো রাখতে পারব অন্যকেও। প্রাকৃতিক নিয়মে সেই ভালো আমাদের কাছেই ফিরে আসবে।

পরার্থে ভালো ভাবনা, কাজ, দোয়া ও শুভকামনা যে আদতে নিজেকে সুখী করে তোলে, সে বিষয়টি দার্শনিক সত্য ছাপিয়ে বিজ্ঞান গবেষণায়ও বর্তমানে প্রমাণিত ও প্রতিষ্ঠিত।

শতাধিক গবেষণা মতে, অন্যের মঙ্গলভাবনা ও পরকল্যাণমূলক কাজে আমাদের মস্তিষ্কে-হরমোনে যে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাতে দেহ-মনে সূচিত হয় দারুণ ইতিবাচক পরিবর্তন। বাড়ে আমাদের সুস্থতা ও সুখের সম্ভাবনা।

তাই আপনার জায়গা থেকে আপনি ভালো ভাবুন। ভালো কথা বলুন। ভালো কাজ করুন। অন্যকে উৎসাহ দিন ভালো কিছু করতে। যতটুকু সম্ভব এবং যত ক্ষুদ্র পরিসরেই তা হোক। তাহলেই পৃথিবীতে বাড়বে আরেকটু দয়া-মমতা-সহমর্মিতা।

তাই আসুন, ভালো ভাবি। ভালো করি। ভালো রাখি। সবাই মিলে ভালো থাকি।

রাসূল (সাঃ) বলেছেন,
“ভালো চিন্তা ও উত্তম ধারণা করাও ইবাদত।”
__[মিশকাত:৪৮২৭]

ছোট ছোট ভালো কাজ
বদলে দেবে সমাজ।

জুম’আ মুবারক 🕋 ভালোবাসা অবিরাম ❤️

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD