শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

বিবি নাম্বার টু সমাচার -আঞ্জুমান আরা খান কলি

বিবি নাম্বার টু সমাচার -আঞ্জুমান আরা খান কলি

হেমা মালিনী বিবাহিত পুরুষকে বিবাহ করেন।
শ্রীদেবী বিবাহ করেন বিবাহিত পুরুষকে।
রভীনা ট্যান্ডন স্বামী হিসেবে বেছে নেন,, বিবাহিত পুরুষকে।
করিশ্মা কাপুরের স্বামী একজন বিবাহিত পুরুষ।
করিনা কাপুর বেছে নিলেন বিবাহিত পুরুষকে।
জুহি চাওলা তার স্বামীর দ্বিতীয় স্ত্রী।
বিদ্যা বালন বিয়ে করেন বিবাহিত পুরুষকে।
সোনম কাপুর গাঁটছড়া বাঁধেন এক বিবাহিত পুরুষের সঙ্গে।
লরা দত্ত তার স্বামীর তৃতীয় স্ত্রী।
শিল্পা শেঠী বিবাহিত পুরুষকে বিবাহ করেন।
মহিমা চৌধুরী বিবাহিত ব্যাক্তিকে জীবনসঙ্গী চয়ন করেন।
অমৃতা আরোরার স্বামীও অলরেডি বিবাহিত।
রানী মুখার্জি একজন বিবাহিত পুরুষের অর্ধাঙ্গিনী।
সারিকা বিবাহ করেন এক বিবাহিত পুরুষকে।
শাবানা আজমী জাভেদ আখতারের দ্বিতীয় স্ত্রী। তিনিও বিবাহিত পুরুষকে বেছে নেন।।
বিবাহিত পুরুষ কোনদিন সেকেন্ড হ্যান্ড হতে পারে না। বরং বিভিন্ন সময়ে অভিজ্ঞ হিসাবে স্বীকৃতি পেয়ে এসেছে।
আর সুন্দরী মহিলা সর্বদা অভিজ্ঞতার কদর করে থাকে। যুগে যুগে এটাই প্রমাণ হয়ে এসেছে।
সুতরাং,,
হতাশার কোনো জায়গা নেই। নিরাশ হলে চলবে না।
ভাগ্য সুপ্রসন্ন হলে কপালে খুলে গেলেও যেতে পারে …

আর হ্যাঁ/ আমিও বিবাহিত পুরুষকে বিয়ে করেছি। অনিচ্ছাকৃত!!
পরিস্থিতির শিকারে।
জীবনের একটি ভুল সিদ্ধান্ত বারবার ভুলের দিকে আঙুল তুলে। এগুতে বাঁধা তৈরী করে।
বেঁচে থাকার পথ গুলো অমসৃণ হয়ে যায়। জীবন সংকৃর্ণীতায় আষ্টেপিষ্ঠে শ্বাসনালিতে চেপে ধরে। বাকরুদ্ধসম্মুখবর্তিনী।
আমিও সুখী হতে চাই। আমিও হাসতে চাই। আমিও বাঁচতে চাই।
সুখী হতে পারছি কোথায় …….

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD