শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

বহুমাত্রিক লেখক প্রসপারিনা সরকারের মা সেতারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত র

বহুমাত্রিক লেখক প্রসপারিনা সরকারের মা সেতারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত র

বহুগুণে গুণান্বিত বিশিষ্ট কবি ও লেখক প্রসপারিনা সরকারের মা
সেতারা বেগমের মৃত্যু বার্ষিকী ৷

সেতারা বেগম একজন অসাধারণ গুনবতি, আধুনিক মুক্তচিন্তার, প্রগতিশীল, শিক্ষা অনুরাগী একজন মানুষ ছিলেন ৷
তিনি গৃহবধূ ছিলেন ও ব্যক্তি জীবনে তিনি ছিলেন সদা হাসিখুশি এবং অত্যন্ত দানশীল নারী ৷৷ বেলকুচি শালদাইড় গ্রামের স্বনামধন্য শিক্ষক রহমতুল্লাহ সরকার স্ত্রী এবং বিশিষ্ট সমাজকর্মী , কবি ও লেখক প্রসপারিনা সরকারের মা সেতারা বেগম ৷ তিনি ছিলেন রত্নগর্ভা ৷ তার ১০ সন্তানের ৮ সন্তানই মাস্টার্স ডিগ্রি ধারী এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৷
০২ /০৮/২০২১ সালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেণ ৷

সেতারা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও শোক সভার আয়োজন করে রহমতুল্লাহ সেতারা স্মৃতি পাঠাগার ৷স্হান – শালদাইড় , বেলকুচি , সিরাজগন্জ ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD