শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

পূর্বাপরের একান্ত সাক্ষাৎকারে কবি শামীমা সুমি

পূর্বাপরের একান্ত সাক্ষাৎকারে কবি শামীমা সুমি

কবি শামীমা সুমি সমাজ কল্যানে মাস্টার্স। প্রাক্তন শিক্ষিকা।
স্বামী মোজাম্মেল জহির সরকারি কর্মকর্তা। দুইছেলের মা। বড় ছেলে নর্থ সাউথে বিবিএ পড়ছে,ছোটছেলে পড়ছে মাইলস্টোনে স্কুল এন্ড কলেজে।সে এসএসসি পরীক্ষার্থী। বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার সদর নিউমার্কেট এলাকায়।পূর্বাপরের একান্ত সাক্ষাৎকারে শুনুন তার কথা।

প্রশ্ন.সাহিত্য সংস্কৃতির কোন কোন শাখায় কাজ করতে আপনি স্বাচ্ছন্দবোধ করেন।
উত্তর. সবক্ষেত্রেই কাজ করতে ভালো লাগে, তবে ইতিহাস নির্ভর লেখা, সমসাময়িক বিষয় আমার বেশি ভালো লাগে।

প্রশ্য.মানুষ হিসেবে সামাজিক দায় আছে।এটা আপনি কি ফিল করেন?
উত্তর. জ্বি অবশ্যই ফিল করি।

প্রশ্ন.আপনার সমাজকর্ম,কবিতা,গল্প,উপন্যাস বা সঙ্গীতে কি সেই দায় পরিশোধের চেষ্টা করেন?
উত্তর. জ্বি সে চেষ্টা অব্যাহত আছে, তবে কতটা সফল হবো তা সৃষ্টিকর্তা জানেন।

প্রশ্ন.যুগটা এখন ভঙ্গুর এবং সাম্প্রদায়িক সংঘাতের কাল।কেনো এমন হচ্ছে বলে আপনি মনে করেন?
উত্তর. পারস্পারিক সম্প্রতি, মূল্যবোধের অবক্ষয় এবং মানুষের প্রতি মানুষের বিশ্বাস ও সহমর্মিতার অভাব থেকে এমন হচ্ছে।

প্রশ্ন.সুন্দর পৃথিবী গড়তে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।মানুষকে বিজ্ঞানমনস্ক করতে হবে,আপনি কি এর সঙ্গে একমত?
উত্তর.জ্বি আমি সম্পূর্ণ একমত পোষণ করছি।

প্রশ্ন.মানুষকে বিজ্ঞানমনস্ক করতে হলে কী কী উদ্যোগ নিতে হবে বলে আপনি মনে করেন?
উত্তর. মানুষের মন কূপমন্ডুকতা ও কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করতে হবে। সত্যের আলো জ্বালাতে হবে, ধর্মান্ধতা দূর করতে হবে। ধর্মের সঠিক দিকগুলো তুলে ধরতে হবে। এই সবচেয়ে সহায়ক হলো, বই পড়ার কোনো বিকল্প নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD