রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

পালাবদল – বদরুল হায়দার

পালাবদল – বদরুল হায়দার

পালাবদল

পালাবদল

বদরুল হায়দার

দিন বদল হলেও মন বদল হয় না প্রিয়াদের। রসেবশে
আয়েশে আনন্দে ঘটে যায় প্রিয়রাজ্যে আরব বসন্ত।
মন বীজের জন্মের সুত্র আবিষ্কার করে অন্তর বিজ্ঞানী।
গৃহযুদ্ধ তবুও থামে না।

প্রিয়তমার আবেগ নাকি বিক্রয় অযোগ্য প্রসাধনী। মহাজনী
হার মানে আশ্বাসের শনির দশায়। চোখে আমদানি
প্রযুক্তির নজরদারীতে দেখে প্রেমের ছলনা।

দ্বৈত আত্মিকরণের খসড়া অনুমোদনে দ্বিধাম্বিত
প্রেমের শাসন। ত্রি-সীমানার গোলক ধাঁধায় উড়ে
রহস্যের রোবট আরোহী। ফুকুশিমা দুঃখ সরে না।

কলরেটের নাটকে বাটে পড়ে শাঁখের অভিমান।
দেখা হলে আবেগের টান বাড়ে ব্যাটেবলে। নকল হৃদয়ে
স্বার্থের চালানে আনে ছক্কার আগুন।

শর্তসাপেক্ষের গোপনীয়তা রক্ষা চলে অবিশ্বাসে।
সমতা বানচালের পায়তারা কলে বন্দি হয় প্রিয়মন। খোলাদরপত্রে
অন্তঃমিলের নেপথ্যে আত্মার মোড়কজাত করে প্রলোভন।

ক্ষমতার বদল হলেও মতিঝিল বদল হয় না। প্লাস্টিকের
কাক চিল ইটপাথরের গোঁজামিলে ভুলে থাকে প্রগতির মিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD