শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

তোমার নেতা আমার নেতা – সপ্তিকা চক্রবর্তী

তোমার নেতা আমার নেতা – সপ্তিকা চক্রবর্তী

তোমার নেতা আমার নেতা
সপ্তিকা চক্রবর্তী

দেখি নাই আমি মুক্তিযুদ্ধ শুনেছি দাদার মুখে,
দেখেছি সেই ভয়াবহতা, নিজ জননীর চোখে।
সেই দিনের সেই বর্বরতার,আজ গল্পকথা আর কবিতা।
ছবিতে আঁকা নিষ্ঠুরতার ছবি কম্পিত নিস্তব্ধতা।
কাগজ সাথে কলম হাতে পাখি ডাকা সেই প্রভাতে।
বসেছিলো কবি, লিখতে কবিতা তুলে দিতে আগামীর হাতে।
জানাতে চায় কবি কত ভয়ংকর আর নির্মম সেই দিন,
নিশ্চিত মৃত্যুরবাণী জানে কবি, তবু লিখেছিলেন সীমাহীন।
বলেছিলো চলো একা চলো, ঐ আকাশে বাদ্যের ধ্বনি,
উতলা বাংলাকে বাঁচানোর যুদ্ধে শোনা যায় তার বাণী।
বীর সেই বাঙালী যখন দাঁড়িয়ে জনতার সম্মুখপানে,
নিশ্চিত জয় হবে বাংলার সে কথা জনতা জানে।
একটি নজর দেখতে সেই মুখ মন প্রাণ উদগ্রীব,
সে যে তোমার নেতা, আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD