মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

তুমি যখন অন্য পাড়ায় -লিজি আহমেদ

তুমি যখন অন্য পাড়ায় -লিজি আহমেদ

তুমি যখন অন্য পাড়ায়
লিজি আহমেদ

এ পাড়ার অলিতে গলিতে পড়ে না আর তোমার চেনা পদচিহ্ন।
এখন এক অচেনা পাড়ায় থাকো তুমি, তোমার পথ তাই ভিন্ন।
উচ্ছাসে ভরা আমাদের পাড়াটায় জীবন ছিল কবিতার মত।
সারাবেলা বাতাসে উড়ে বেড়াত নানা চরণের কাব্য কত শত!
অসুস্থ পৃথিবী,তাই থমথমে আমাদের প্রিয় পাড়ার দূরন্ত সময়।
পালিয়ে গেলো সেই সময়গুলো,আজ তাই সব ফিঁকে মনে হয়।
একদিন সম্পর্ক যখন পরিণত হয়,তখন কেবল বয়সটাই বেড়ে যায়।
তবুও ভোরের আলো ঠিকরে পড়ে আমার ছোট্ট প্রিয় বারান্দায়।
সকাল-সন্ধ্যা যুবক-যুবতীরা পার্কে এখনও হাঁটে, কখনও বা দৌঁড়ায়,
প্রিয় দোলনাগুলো নড়েচড়ে ওঠে শিশুদের কোমল হাতের ছোঁয়ায়।
বাস্কেট বল আর ফুটবলের আঘাতে লেক-পাড়ের মাঠটি হয় সরব।
পড়ন্ত বিকেলের নরম আলো ছায়ায় শোনা যায় পাখিদের কলরব।
কোনো এক মেঘলা দিনে মনে মনে ভাবি তোমার সাথে আজ হবে দেখা।
অনেকদিন দেখা হয় না,এভাবেই একদিন হয়ত হয়ে যাব একা।
বাড়ির ছাদে গলে পড়ে অজস্র রুপকথার পূর্ণিমার আলো-ছায়া।
শখের বাগানের সাথে অযতনে বেড়ে ওঠা পরগাছারা বাড়ায় মায়া।
এ পাড়া ছেড়েছো তাতে কি! তোমার পদচিন্হ তবু আছে পথ ঘিরে।
এখন বুঝি তোমার সখ্যতা অন্য পাড়ায় এ পাড়ার পথ গেছে সরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD