শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

জিএমপি থেকে মোল্যা নজরুলকে সরিয়ে দেবার গুঞ্জন

জিএমপি থেকে মোল্যা নজরুলকে সরিয়ে দেবার গুঞ্জন

জি এম পি মোল্যা নজরুল ইসলামকে সরিয়ে দেওয়ার গুঞ্জন
নাজমুল হাসান।। গাজীপুর জেলা প্রতিনিধি:অনলাইন নিউজ পূর্বাপর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে গাজীপুরের মানুষের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে। কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলাম দায়িত্ব নেওয়ার আগে আবদুল্লাহপুর থেকে গাজীপুর চান্দরা চৌরাস্তা মোট নিত্যদিনের দীর্ঘ যানজট দেখা যেত ১২ কিলোমিটার রাস্তা। যেখানে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা । এটা নিত্যদিনের সঙ্গী ছিল গাজীপুরবাসীর জন্য। পুলিশ কমিশনার আসার পরে গাজীপুরের চিএ অনেক টাই পরিবর্তন হয়েছে যেমন হাইওয়ে ব্যাটারি চালিতো অটোরিকশা অটো রিক্সা বন্ধ করে দেওয়ার পরে এখন সময় লাগে ২০ থেকে ৩০ মিনিট। এতো করে গাজীপুর বাসি সহ সকল জেলার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। পথচারীদের দাবী করে বলেন গাজীপুরে মোল্যা নজরুল ইসলাম পুলিশ কমিশনার আসার পরে অনেক টাই পরিবর্তন হয়েছে আমরা এবার খুবই সুন্দর ভাবে বাড়িতে গিয়ে মা বাবার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পেরেছি।আমরা যখন বাসা থেকে বের হতাম তখন চিন্তায় থাকতাম চৌরাস্তা পার হতে না জানি কতো সময় লাগবে। তবে এবার রাস্তায় কোন গাড়ির যানজট ছিল না খুব সহজেই রাস্তা পাড়ি দিতে পেরেছি । এমন ভাবে রাস্তা ফাঁকা নজর বিহীন। গাজীপুরবাসী বলেন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে দেশের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা হিসেবে পরিচিত গাজীপুর মহানগর, চাঁদাবাজি, মাদকের বিস্তারসহ সব অপরাধের মাত্রা কমেছে। এতে স্বস্তিতে আছেন স্থানীয়, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা। এমন প্রেক্ষাপটে হঠাৎ গুঞ্জন উঠেছে শিগগিরই গাজীপুর মেট্রোপলিটনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মোল্যা নজরুলকে। এ নিয়ে গাজীপুরের নগরবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি দেখা দিয়েছে । একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার পরও কেন তাকে সরিয়ে দেওয়ার পায়তারা চলছে তা নিয়েও চলছে তুমুল সমালোচনা। প্রভাবশালী কোনও মহলকে অনৈতিক সুবিধা না দেওয়ার ফলেই কী সরিয়ে দেওয়া হচ্ছে নজরুলকে? এ প্রশ্ন নগরবাসীর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD