রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

খলিল জিবরানের মেরি এলিজাবেথ হাসকেল -রুদ্র হাসান

খলিল জিবরানের মেরি এলিজাবেথ হাসকেল -রুদ্র হাসান

মেরি এলিজাবেথ হাসকেল,

তুমি আমাকে এবং আমার সাহিত্যকে
জীবন দিয়েছ।
আমি বাঁচতে পারতাম না
যদি না তুমি আমাকে জীবন দিতে।
সত্যি কথা বলতে তোমার মতো মানুষের
অভাবে অনেক মানুষের এবং
প্রতিভার মৃত্যু ঘটে।
এটা কেবল অর্থ নয়
এ এক সফলতার পথ ছিল
তোমার দেওয়া ভালোবাসা, বিশ্বাস,
জ্ঞান এবং ছিল যত্নশীলতা।
আমি মাঝে মাঝেই আশ্চর্য হয়ে যাই
যে পৃথিবীর ইতিহাসের পাতায়
এমন আর আছে কি যে একটি আত্মা অন্য একটি আত্মার জন্য এমন কাজ করেছে যা তুমি
আমার জন্য করেছ।

—খলিল জিবরান
৩১ জানুয়ারি ১৯১২
বোস্টান।

ইতিহাস বলে
পৃথিবীতে যাঁরা শুধু নিজ দেশেরই নয়
সারাবিশ্বের কিংবদন্তি হয়েছেন
তাদের অধিকাংশের পেছনে
নারীর অবদান আছে।

খলিল জিবরান শুধু আরবের না হয়ে
আজ সারাবিশ্বের কিংবদন্তি হয়ে আছেন
তাঁর বন্ধু মেরি এলিজাবেথ হাস্কেল’র জন্য
তিনি খলিল জিবরানকে বলেছিলেন
শুধু আরবিতে লেখা নয়
তুমি ইংরেজিতেও লেখ।

খলিল জিবরান তাঁর বন্ধু মেরি হাস্কেলকে
কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখেছিলেন
আজ সেই চিঠি অনুবাদ করে আমিও
কৃতজ্ঞতা জানাচ্ছি মেরি হাস্কেলকে
কারণ ইংরেজিতে না লিখলে
আমি বঞ্চিত হতাম একজন কবি এবং নবী’র কবিতা, গল্প, উপন্যাস, দর্শন এবং পেইন্টিং থেকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD