সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

কাব্যকথা জাতীয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

কাব্যকথা জাতীয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

জাতীয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত
সম্মাননা পেলেন ৯ গুণিজন
.
প্রেসবিজ্ঞপ্তিঃ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও গীতিকবি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলা সাহিত্যের পুঁথিসম্রাট খ্যাত কবি জালাল খান ইউসুফীর উপস্থাপনায় কবি আরিফ মঈনুদ্দীনের আহবানে ১৫ জুলাই ২০২৩ শনিবার বিকেলে তোপখানা রোডস্থ বাশিকপ মিলনায়তনে শতাধিক কবির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ছড়াশিল্পী রফিকুল হক দাদুভাই, সিরাজুল ফরিদ, আলম তালুকদার, বাতেন বাহার, কবি কাজী রোজী, মালেক জোমাদ্দারসহ কাসাপের প্রয়াত সুহৃদদের স্মরণে ৯ম জাতীয় সাহিত্য উৎসব-২৩। অনুষ্ঠানে ছিল সাহিত্যের আলোচনা-কবিতা-ছড়া-পুথিপাঠ ও জাতীয় সাহিত্য পুরস্কার প্রদান। বেলা চারটায় অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ঢালিউডের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার, চিত্রনাট্যকার ও অভিনেতা সংস্কৃতিজন ছটকু আহমদে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিক সংগঠক ও কবি নাহিদ রোকসানা ও কবি নাহিদ আফরোজ লিজা। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহŸায়ক সংগঠনের উপদেষ্টা কবি আরিফ মঈনুদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাসাপের উপদেষ্টা অনুষ্ঠানের সমন্বয়ক কবি ও গবেষক সৈয়দ রোকন উদ্দিন। বীরমুক্তিযোদ্ধা ছড়াশিল্পী ন‚রুদ্দীন শেখ (উপদেষ্টা), সহ-সাধারণ সম্পাদক কবি, সাংবাদিক ও রাজনীতিক মোহাম্মদ বাদশা গাজী। সহ-সাধারণ সম্পাদক লেখক আতিক খন্দকার। সহ-সভাপতি কবি গাজী মাজহারুল ইসলাম, সহসভাপতি লেখক মনির হোসেন শাহীন। কথা ও কবিতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান মাতিয়েছেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কবি জালাল উদ্দিন নলুয়া, কবি আব্দুস সালাম চৌধুরী (উপদেষ্টা), কবি লুৎফা জালাল, কন্ঠশিল্পী কামরুল হাসান, গীতিকবি আব্দুল গণি ভ‚ইয়া, কবি শিবির আহমেদ লিটন (সংগঠনিক সম্পাদক), কবি সেতু পারভেজ মহিলা, কবি মোহাম্মদ ওবায়দুল্লাহ, ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক, মোহাম্মদ খোকন হাওলাদার, কবি আব্দুল রাজ্জাক রাজা (ফরিদপুর), কবি ম্:ো রোকন উদ্দিন (ফরিদপুর), কবি ফারুক প্রধান, কবি সাইফ সাদী, কবি মোঃ আব্দুল আলীম, কবি হোসেন ফারুক, কবি শামীমা আক্তার শিউলী, কবি সৈয়দা হাবীবা মুস্তারিন, কবি রোকসানা মহুয়া, কবি ইলোরা সোমা, কবি শামীমা আখতার, কবি গোলাম সারোওয়ার মির্জা (রংপুর), কবি ন‚রুজাহান নীরা, কবি অহিদুর রহমান, কবি মোজাম্মেল হোসেন, কাকলী আক্তার, কবি ইকবাল হোসেন রোমেছ, কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী, ছড়াশিল্পী শাহিন ইসলাম, কবি অনন্ত রিয়াজ, জিয়া উদ্দিন বাবর, অন্তু রিসান, ইসমত আরা আবিদা, মোহাম্মদ আবু জাহির সাদিক, কবি দেলোয়ার হোসেন রাতুল, কবি শামিমা শামরোজ, কবি সোয়াইব আহমেদ, ইসমত আরা আবিদাহ, কবি আবু জাহিদ সাদিক, কবি ইরানী সুলতানা, কবি প্রভাষক মোতাহের হোসেন, কবি আল মনঞ্জুর, সাবিহা সানজিন প্রম‚খ। নৃত্য পরিবেশন করে অর্পা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৯ জন কবি সাহিত্যিক ছড়াকারদের প্রদান করা হয় জাতীয় সাহিত্য পুরস্কার। পুরস্কার প্রাপ্তরা হলেন- এস.এম শামীম আখতার (লোকসংস্কৃতির গবেষক)। কবি জামান আখতার (কাহিনি ও চিত্রনাট্যকার)। ড. আফরোজা পারভীন (গীতিসাহিত্যে)। সুবল বিশ্বাস (কাব্যসাহিত্যে)। জেবুননেছা (‘রিদিমা’ উপন্যাস) মো: মেহবুব হক (কাব্যসাহিত্যে) ড. আজিজুল আম্বিয়া (প্রবন্ধ সাহিত্যে), মো: মতিয়ার রহমান (ছড়াসাহিত্যে)। এস.এম জুলফিকার আলী (‘একাত্তরের সুখ দুঃখ’ উপন্যাসের জন্য)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD