রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

উষ্ণতাহীন মানুষ ও পৃথিবীকেন্দ্রে গোলযোগ- হাসনাইন সাজ্জাদী

উষ্ণতাহীন মানুষ ও পৃথিবীকেন্দ্রে গোলযোগ- হাসনাইন সাজ্জাদী

উষ্ণতাহীন মানুষ ও পৃথিবীকেন্দ্রে গোলযোগ
হাসনাইন সাজ্জাদী


মানুষের মস্তিষ্ক এবং পৃথিবীকেন্দ্র দু’টোই এখন গোলযোগপূর্ণ
করোনাভাইরাস বাড়িয়েছে সামাজিক দূরত্ব
ভালোবাসার লিয়াঁজো অফিস ঠোঁটে ঠোঁটে এখন শীতলতা
ব্যাহত করছে হরমোন উৎপাটন নিঃসাড় হচ্ছে যৌবন |
পৃথিবীর কেন্দ্র এভাবে তরল-উত্তপ্ত লোহা ও নিকেলের তৈরি
প্রবল তাপে থাকা গলিত উপাদান এখন অজানা কারণে
শীতল হয়ে জমে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে
যেখানে ঘন্টায় এক ট্রিলিয়ন কাফ কফি উৎপাদিত হতে পারতো
সেখানে এখন তাপ কমে শীতল হচ্ছে স্থির হচ্ছে টেকটোনিক প্লেট
বন্ধ হচ্ছে আগ্নেয়গিরির লাভা উৎপাদন কমে যাচ্ছে ভূমিকম্প
সিসমিক তরঙ্গ এমন আভাস দিচ্ছে|
অভ্যন্তরীণ ম্যাগনেটিভ ফিল্ড এভাবে গোলযোগপূর্ণ হলে
পাথর ও জল শীতল হবে না বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হবে
অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে পৃথিবী হয়ে পড়বে জনমানবহীন মঙ্গলগ্রহের মতো
পৃথিবী কেন্দ্রের এ গোলযোগ থেকেই আজকের আবহাওয়াগত করোনাভাইরাস বিপর্যয়
তারপর জনমানবহীন হবে এ সৌরজগতীয় এ প্রান্তর |

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD