শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

আমার পিতা কবি সাযযাদ কাদির – চমন সাবরিনা

আমার পিতা কবি সাযযাদ কাদির – চমন সাবরিনা

আমার পিতা-
দেশ বরণ্য সাহিত্যিক, সাংবাদিক
(Writer, editor, publisher, organizer)

তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন…
ষাটের দশকে যা ছিল বিরল…

তিনি ছিলেন বহুমাত্রিক লেখক,কবি সাহিত্যিক,গবেষক….নাট্যকার…..
পাশাপাশি দেশবরন্য সাংবাদিকও…

কর্মজীবনে তিনি ভিন্ন ভিন্ন সেক্টরে কাজ করেছেন, যাকে বলে বহুমাত্রিক কর্মজীবন…

সর্বশেষ তিনি বাংলাদেশ জাতীয় প্রেস ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন এবং এখান থেকেই তিনি তার কর্মজীবনের ইতি টাটেন… অবসরে যান…

এছাড়াও দেশের বিভিন্ন শাখায় তার পদচারনা ছিল….
বিভিন্ন কিছুর সাথেই তিনি যুক্ত ও সক্রিয়ও ছিলেন….
উল্লেখ্য- তিনি বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতির সদস্য ও সভাপতিও ছিলেন…

আসলে এতকিছুতে তার বিচরণ ছিল যা লিখে বা বলে ব্যাক্ত করা একটু কঠিনই ….
অনেকটা এমন যা শেষ হবার নয়…

তিনি একজন মুক্তিযোদ্ধাও..

১৯৬২ খৃ টাংগাইলে শিক্ষা আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় সংগঠক, ১৯৬৯ এর গন অভ্যূত্থানের অন্যতম রূপকার ও সংগঠক
এ ছাড়াও ১৯৭১ এর টাংগাইলের মুক্তিযুদ্ধের রাজনৈতিক সংগঠক ছিলেন তিনি…
এ জন্যে তিনি পাক হানাদার বাহিনীর হাতে বন্দী এবং তাদের বন্দীশিবিরে নৃশংস ভাবে নির্যাতিত হন….

তিনি তার কর্মজীবনে পেশাগত সকল দ্বায়িত্বে সৎ ও নিষ্ঠাবান হিসেবে এখনও সম্মানের সেই স্থানে যেখানে কম মানুষেরই বিচরণ….

যার কৃতিত্বের জন্যে দেশ যাকে শ্রদ্ধা নিয়ে স্মরন করে… তিনি আমার পিতা♥️

– হ্যা আমি আমার পিতার জন্যে গর্বিত

সকল পিতাদের পিতা দিবসের শুভেচ্ছা…

Happy Father’s D

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD