শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

আমার অপেক্ষায় কেউ বসে থাকেনি এ দুর্লঙ্ঘ তটে -হাসনাইন সাজ্জাদীর কবিতা

আমার অপেক্ষায় কেউ বসে থাকেনি এ দুর্লঙ্ঘ তটে -হাসনাইন সাজ্জাদীর কবিতা

আমার অপেক্ষায় কেউ বসে থাকেনি এ দুর্লঙ্ঘ তটে -হাসনাইন সাজ্জাদীর কবিতা

আমার অপেক্ষায় কেউ বসে থাকেনি এ দুর্লঙ্ঘ তটে
-হাসনাইন সাজ্জাদী
।।
হাতে লণ্ঠন নিয়ে কেউ বসে থাকেনি কেনই বা বসবে অনিশ্চিত সময়ে
আমার অপেক্ষায় বসে থাকতে বয়েই গেছে কারো এ তল্লাটে
উল্টো আমাকে ভাইরাস মনে করে কেউ কেউ উপেক্ষা করছে
বলছি আমার অপেক্ষায় বসে থাকতে বয়েই গেছে আজ কারো
আমি বোকাসোকা এক রোখা অতিশয় আবেগী মানুষ অন্য কিছু নই তো।
আমিও এতকাল কারো প্রতিক্ষায় ছিলাম এমন কোন প্রমাণ নেই আমারও হাতে
আমি ছিলাম স্বেচ্ছা প্রনোদিত এক কিশোর যৌবনেও করিনি কারো তোয়াক্কা
ভেবেছি একাই পারবো সব আমার প্রেম হবে একা একা
আমার দিগ্বিজয়ের উৎস হবে আমার প্রেম যেখানে কেউই
আমাকে দিতে পারবে না ধোকা।
হৃদয় ফোঁড়ার চেয়ে আকাশ ফোঁড়ানো আমার ছিল লক্ষ্য
আকাশকে শূন্য জেনেও আমি ছিলাম আকাশমুখি
আকাশচারী
আকাশ ডিঙিয়ে আসা মানে এক পা তুলে আরেক পা মাটিতে রাখা
আকাশ ডিঙিয়ে আমি এগিয়েছি এতকাল যতদিন আমি চড়িনি হাওয়াই জাহাজে।
তারপর আমি এরোপ্লেনে মাথার উপরের নীল আকাশটা ডিঙিয়ে ডিঙিয়ে
কতকাল জীবনকে ফেরি করেছি দেশে দেশে
তখনো ভাবিনি আকাশ ডিঙানো যত সহজ নারী হৃদয়ে বাস করা তত সহজ নয়
আমি সহজ কাজে পার করেছি বেলা আর জঠিল কাজে ছিলাম পাশ কেটে
তাইতো আমার কোন সাফল্য নেই আমার কোনো প্রাপ্তি নেই তল্লাট জুড়ে।
শহরের মোড়ে মোড়ে এ অবেলায় এখন আর আমার জন্য
কেউ দাঁড়িয়ে থাকে না মুখ খোলা সবারই মুখ ঢাকা মাস্কে
আমাকে মুখ দেখানো এখন আর কারো ইচ্ছেতে নেই সবারই লক্ষ্য বেঁচে থাকা
আমার হাত থেকে আমার দৃষ্টি এড়িয়ে বেঁচে থাকার এ মহোৎসব যেনো
আমাকে করোনাভাইরাস ভাবছে বলে মনে হয় গলিতে গলিতে।
আমি করোনাভাইরাস তো নই ই আমার নিজের করোনা আক্রান্ত হবারও কোন খবর নেই তল্লাট জুড়ে
তাছাড়া আমি মডার্নার ভ্যাক্সিনও নিয়েছি দু’ডোজ তবুও
আমি হয়ে পড়েছি উপেক্ষিত এক কঠিন কোমল কলরব অথবা কলরোল।
আমার অপেক্ষায় তাই বসে থাকার কেউ নেই মাস্ক খোলে
যাতে আমার চিনতে কোনো অসুবিধা হয় না এ দুর্লঙ্ঘ তটে…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD