শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

আমরা কী শিখছি। আহমেদ জহুর

আমরা কী শিখছি। আহমেদ জহুর

আমরা কী শিখছি

করোনা আমাদের অনেক মেসেজ দিচ্ছে, অনেক
শিক্ষা দিচ্ছে। দেখা যাক আমরা কী শিখছি?

◾আমেরিকা কিছুটা হলেও তার শ্রেষ্ঠত্ব হারাল।
◾চীন কোন মিশাইল খরচ না করেও যেন তৃতীয়
বিশ্বযুদ্ধ জিতে গেলো!
◾ইউরোপীয়রা আসলে অতোটা মেধাবী নয়।
◾ধনীদের চেয়ে গরিবদের রোগ প্রতিরোধ
ক্ষমতা বেশি!
◾এ গ্রহে, মানুষই বড় ভাইরাস, এটম বোমা নয়।
◾একজন দামী খেলোয়ারের চেয়ে একজন
স্বাস্থ্য কর্মী বেশি দরকারী!
◾ব্যবহার না হলে তেলের কোন মুল্য নেই!
◾প্রকৃতি চাইলে খুব দ্রুত নিজেকে সাজিয়ে
গুছিয়ে নিতে পারে, মানুষের সাহায্য ছাড়া!
◾অধিকাংশ চাকরি এখন ঘরে বসে করা সম্ভব!
◾ছোট-বড় সবাই ফাস্ট ফুড ছাড়া বাঁচতে পারে!
◾স্বাস্থ্য সচেতন বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচা
কঠিন কাজ নয়!
◾পৃথিবীতে এখনও অনেক ভাল মানুষ আছে!
◾শুধুমাত্র প্রেম-পিরিতি দিয়ে পৃথিবী চলে না!
◾বিদেশের ব্যাংকে প্রচুর টাকা থাকলেও, বিপদে
কাজে আসে না!
◾বেঁচে থাকার জন্য বেশি কিছুর দরকার নেই!
◾দোকানের দুধচায়ের চেয়ে বাসার লালচা-ই
বেশি ভালো এবং স্বাস্থ্যকর।
◾নিজের পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ!
◾আমাদের বেশিরভাগ পরিশ্রম বিনা কারণে!
◾মানুষের সামর্থ খুবই সিমীত!
◾প্রকৃতির সামনে মানুষ কিছুই নয়, প্রকৃতি
মানুষকে আশ্রয় দিয়েছে মাত্র!
◾মারণঘাতী রোগ হলে অনেক সম্পদ আর
ক্ষমতা কোন কাজে আসে না!
◾টাকা থাকলেই বিদেশে চিকিৎসা নেওয়া
যাওয়া যায় না।
◾বেঁচে থাকাই সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ!
◾মানুষ আসলেই সবচেয়ে দুর্বল প্রাণী!
◾কিছু মানুষ কখনই ভালো হবে না!

© আহমেদ জহুর
কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক

azohur2002@gmail.com

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD