ভিটামিনের অভাবে শীতকালে মুখের লাগাম ফেটে যেতো।তখন এন্টিবায়োটিক হিসাবে মুখের লাগামে ডলে দিতাম এ ফুল।মুখ ঘায়ের ফুল বলতাম।বৈজ্ঞানিক নাম আমার জানা নেই…
সংযুক্তিঃ
নিচের অংশে নাম জানা যায়।নাজিম মামা এর বৈজ্ঞানিক নাম বলেছন Acmella uliginosa.
নাজিম মামা আরো লিখেছেন -‘এটি কিন্তু মালয়েশিয়ার মালয় সম্প্রদায়ের লোকেরা প্রাচীন কাল থেকেই মুখের আলসার, দাঁতের ব্যথা, গলা ব্যথা এবং পেটে ব্যথার সাথে যুক্ত ব্যথা উপশম করতে ব্যাবহার করে। এর ফুলের নির্যাস শক্তিশালী অ্যান্টিনোসাইসেপ্টিভ হিসেবেও ব্যাবহার হয়ে আসছে বহুকাল থেকেই।’
Leave a Reply