রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

বঙ্গবন্ধু স্বাস্থ্যসেবা প্রকাশনা এবং…তাপস রায়হান

বঙ্গবন্ধু স্বাস্থ্যসেবা প্রকাশনা এবং…তাপস রায়হান

বঙ্গবন্ধু স্বাস্থ্যসেবা

‘বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা’ প্রকাশনা এবং…

রাজনীতির মহাকবি- বঙ্গবন্ধু। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি- বঙ্গবন্ধু। বাংলা-বাঙ্গালি-বাংলাদেশ মানে- বঙ্গবন্ধু।

কিন্তু স্বাধীনতার পর, বঙ্গবন্ধুর শাসনামলে, স্বাস্থ্যখাতে তিনি কী অভূতপূর্ব অবদান রেখেছেন, তা ক‘জন জানি ?

এই অজানা বিষয়টিই সবার সামনে নিয়ে এসেছে- ‘বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা’ বইটি। যে কারণে, ১০০ পৃষ্ঠার তথ্যসমৃদ্ধ এই বইটিকে বলা হচ্ছে- বঙ্গবন্ধুর স্বাস্থ্যস্বপ্ন, স্বাস্থ্যকর্ম ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবায় অবদানের- তথ্যভাণ্ডার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি এবং বায়ান্ন-মুক্তিযুদ্ধ-করোনা যুদ্ধে শহীদের প্রতি অতল শ্রদ্ধা জানিয়ে চমৎকার সূচনা হয়েছে, বইটির।

স্বাস্থ্যসেবায় অবদানের পাশাপাশি এখানে সন্নিবেশিত হয়েছে, বঙ্গবন্ধুর জন্ম, বেড়ে ওঠা, পড়ালেখা, অসুস্থতা, রাজনীতি, ১৯৭১-এর ২৫- ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের কথা।

মহান মুক্তিযুদ্ধে চিকিৎসকের বীরত্বগাথা, বাংলাদেশের প্রথম হাসপাতাল, মুক্তিযুদ্ধে আলবদর ও পাকবাহিনীর হাতে নিহত চিকিৎসকের তালিকা, বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা।

কাব্যিকভাবে উপস্থাপিত হয়েছে- স্বাস্থ্যসেবায় বঙ্গবন্ধুর বিভিন্ন অর্জন ও অবদানের কথা।

এরপরই এই বইয়ে শুরু হয়েছে- শেখ হাসিনার স্বাস্থ্যসেবা।

কমিউনিটি ক্লিনিক, আরবান হেলথ, শিশু ও মাতৃমৃত্যু হ্রাসে বাংলাদেশের সাফল্য, স্বাস্থ্যখাতে প্রভূত উন্নতির কারণে শেখ হাসিনার আন্তর্জাতিক সাফল্যের কথা।

‘বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা’ নিয়ে ৭ মার্চ ছিলো, বিশেষ টকশো। যেখানে উপস্থিত ছিলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম. রুহুল হক, বি.এম.এ. সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি- ডা. কামরুল হাসান খান। যা টেক্সট আকারে ছাপা হয়েছে।

‘বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা’ বইয়ে রয়েছে- শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজে প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণসহ বিস্তারিত বিবরণ।

রয়েছে ‘বঙ্গবন্ধু ও শিশুস্বাস্থ্য’ নিয়ে স্বাস্থ্যসেবা ডটনেটের উদ্যোগে বিশেষ টক শো। যা টেক্সট আকারে ছাপা হয়েছে।

রয়েছে করোনায় যে সমস্ত চিকিৎসক এ যাবৎ মৃত্যুবরণ করেছেন- তাদের নামের তালিকা।

‘চিকিৎসা শিক্ষা বাংলায় হোক’- এই বিষয়ে বিশেষ টক শোতে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য চিকিৎসক। যা টেক্সট আকারে ছাপা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ.বি.এম আবদুল্লাহর বিশেষ লেখা দিয়ে শেষ হয়েছে বইটি।

ঝকঝকে, উন্নত মানের কাগজে ছাপা, তথ্যসমৃদ্ধ এই বইটি ইতোমধ্যে-

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর পৌঁছে দেওয়া হয়েছে।

বইটির দাম রাখা হয়েছে-৪০০ টাকা। প্রকাশক হিসাবে রয়েছেন- স্বাস্থ্যসেবা ডটনেট-এর সম্পাদক ডা. অপূর্ব পন্ডিত।

প্রত্যাশা করি, বইটি স্বাস্থ্য ও রাজনীতি সচেতন মানুষের সংগ্রহে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD