তোমার জন্ম না হলে….
-আরজু আহমেদ নোমানী।
তোমার জন্ম না হলে আমি এলোমেলোই থেকে যেতাম…
তুমি এসে সাজিয়ে দিলে আমার অগোছালো জীবন,
আমি ছিলাম উদ্ভ্রান্ত, দিকভ্রান্ত-
তুমি এসে ভালোবাসার ঠিকানা দিলে;
আমার জীবনের আঁধার রাতগুলোতে
প্রদীপ হাতে তুমিইতো দাঁড়িয়ে থাকো ভরসা হয়ে
আমি তোমার সাহসী বচনে ভয়ের পৃথিবীতে পথ চলি দুরন্ত সাহসে…
তোমার জন্মতো আল্লাহর দেয়া উপহার!
তোমার জন্ম বদলে দিলো আমার অসুন্দর জীবনের গল্প,
এখন আমার জীবনে আসে চমৎকার চমৎকার দিন,
আনন্দময় রাত আর-
সুখময় ক্ষণ!
তোমার জন্ম আমাকে অস্তিত্ব দানিয়েছে,
আমি ধন্য জীবন প্রিয়া!
তোমার জন্ম না হলে আমি অস্তিত্বহীন,প্রাণহীন হয়ে পড়ে রইতাম জীবনের নিকৃষ্ট ভাগাড়ে!
তোমার শুভ জন্মদিনে তোমাকে উপহার দেয়ার মতো যোগ্য কোন উপহার নেই,
তবু আমার এই লেখনীটি তোমার আগামীর পথচলার শ্রেষ্ঠ উপহার হয়ে রইল;
আমি জীবনের ওপারেও তোমাকেই চাইবো আমার রবের কাছে,
তুমি বিহীন জান্নাতটাও যে বিস্বাদ!
লিখনঃ-২১সেপ্টেম্বর,২০২১।
Leave a Reply