রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
আমরা বাঙালিরা কি মানসিক রোগী? তারিক হক

আমরা বাঙালিরা কি মানসিক রোগী? তারিক হক

বাঙালিরা

আমরা বাঙালিরা কি মানসিক রোগী ?

আমার ছেলের বৌ শিশু মনোবিদ । জার্মানির ডুসেলডর্ফ শহরে বিরাট চেম্বার । সবসময়ই ভীড় । আমি যেহেতু “হিউমান সাইকোলজি ” নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি , ও মাঝে মাঝে ওর চমকপ্রদ অভিজ্ঞতা আমাকে বলে ।

আজকে যেটা বললো তা অবিশ্বাস্য ।

বাবা-মা আর ছোট ছেলে এসেছে ওর চেম্বারে । মা বললেন , আমার ছেলে বাবাকে খুব ভয় পায়, সেইজন্যে এসেছি ।

আমার পুত্রবধূ জিজ্ঞেস করলো , এটা কি অনেকদিন আগে থেকে হয়েছে, না সম্প্রতি ? বাবা কাঁচুমাঁচু মুখে বসে আছেন ।

মা বললেন , আমার স্বামী যখন থেকে নিজেকে মহিলা ভাবতে শুরু করেছে ,মেয়েলি অন্তর্বাস পরছে আর ছেলেকে জড়িয়ে ধরে বলছে, “আমি তোমার মা “, তখন থেকেই ।

আরো পড়ুনঃ ইয়েলো জার্নালিজম – মিলি সুলতানা

জার্মানদের অনেক বিকৃত রুচির কথা শুনেছি কিন্তু এটা সবকিছুকে হার মানিয়ে দিলো । আমি আমার ছেলের বৌকে জিজ্ঞেস করলাম , তুমি এখন কি করবে ?

  • আগে ছেলের বাবার চিকিৎসা করবো ।

একটুু হেসে আমি ইন্টারনেটে বাংলা পত্রিকা পড়া শুরু করলাম । “চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ ” ।
যে আমি কিছুক্ষণ আগে জার্মানদের “বিকৃত মস্তিষ্ক ” বলে গালি দিচ্ছিলাম, সেটা বুমেরাং হয়ে নিজের উপর পড়লো ।
কি হলো আমাদের বাঙালিদের ? আমরা কি সত্যি মানসিক রোগী ?

কানে বাজলো তনুর দীর্ঘশ্বাস, খাদিজার আর্তচিৎকার আর রূপার বাঙালি সমাজের প্রতি অভিশাপ ; যে সমাজ তার মা-বোনকে রক্ষা করতে পারেনা হিংস্র সরীসৃপের ছোবল থেকে ।

যারা ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ফেইসবুকে স্ট্যাটাস দেন তাদের তো লজ্জা হওয়া উচিত । আপনারাতো নিজের মা-বোনকেও বাঁচাতে পারেন না হায়েনার হাত থেকে ।
সবচেয়ে লজ্জার কথা হলো দেশের দুইজন নেত্রী , দুজনেই নারী !!!

স্বাধীনতার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে পড়তাম । তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতো নাম ছিল যে বিদেশ থেকে ছাত্র-ছাত্রীরা পড়তে আসতো ।

দেশের এতো উন্নতি হয়েছে যে , যে সিঙ্গাপুরিরা আমাদের এখানে মুচির কাজ করতো, চিকিৎসার জন্যে তাদের ওখানে আমরা যাই । যে মালয়শিয়ানরা আমাদের এখানে কাজ খুঁজতো , তাদের কাছে আমরা কাজ খুঁজি ।

শুনেছি কোন এক বিশ্ববিদ্যালয়ে এক ছেলে “রেপ” এর শততম মহোৎসব পালন করেছে , তার বন্ধুবান্ধবরা তা ফলাও করে প্রচার করেছে , এটা কি মানসিক বিকৃতির পরিচয় নয় ?
কেন আমরা  বাঙালিরা মানববন্ধন না করে এদেরকে সাথে সাথে ফাঁসিতে ঝুলাই না ?
টিভিতে বাংলাদেশের তথাকথিত “বুদ্ধিমান” ব্যক্তিদের আলোচনা দেখে আমি হাসি ।
কথার ফাঁকে ফাঁকে ইংরেজি কপচান , আপনারা তো ঠিক মতো বাংলাও বলতে পারেন না , এতো বড়ো বড়ো কথা বলার দুঃসাহস কোথা থেকে আসে দেশে যখন আইন নীরবে নিভৃতে কাঁদে ।

“রেপ” মানে কি সমাজ তখনি বুঝবে, যখন নিজের কিশোরী মেয়ে রক্তাত্ত অবস্থায় বাসায় এসে বলবে, “বাবা, আজকে আমাকে বাসে গ্যাংরেইপ করেছে ” ।
আমার মা-বোনদের আমি বলবো নিজের রক্ষার ভার নিজের হাতে তুলে নিন । আত্মরক্ষার সরঞ্জাম যেন আপনার নিত্য সঙ্গী হয় । সমাজ থেকে নির্মূল করে দিন এই জানোয়ারদের ।

ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD