শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

ডিকেন্সের মৃত্যুবার্ষিকী। আহমেদ জহুর

ডিকেন্সের মৃত্যুবার্ষিকী। আহমেদ জহুর

ডিকেন্সের মৃত্যুবার্ষিকী

ডিকেন্সের মৃত্যুবার্ষিকী….

আজ ৯ জুন ঔপন্যাসিক ও ইতিহাসবিদ চার্লস জন হাফ্যাম ডিকেন্স (ইংরেজি : Charles John Huffam Dickens) এর ১৪০তম মৃত্যুবার্ষিকী। তাঁকে হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি! চার্লস ডিকেন্স ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। তাঁকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ হিসেবেও মনে করা হয়। ডিকেন্স জীবদ্দশাতেই তাঁর পূর্বসূরি লেখকদের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছিলেন।

ডিকেন্সের অধিকাংশ রচনাই পত্র-পত্রিকায় মাসিক কিস্তিতে প্রকাশিত হতো। এ পদ্ধতিতে রচনা প্রকাশকে জনপ্রিয় করে তোলার পিছনেও ডিকেন্সের কিছু অবদান আছে। অন্যান্য লেখকগণ ধারাবাহিক কিস্তি প্রকাশের আগেই উপন্যাস শেষ করতেন, কিন্তু ডিকেন্স কিস্তি প্রকাশের সঙ্গে সঙ্গে পরবর্তী অধ্যায়গুলো রচনা করে যেতেন। এ পদ্ধতিতে উপন্যাস রচনার ফলে তাঁর উপন্যাসগুলোর গল্পে একটি বিশেষ ছন্দ দেখা যেতো। অধ্যায়গুলোর শেষটুকু হতো রহস্যময়, যার জন্য পাঠকরা পরবর্তী কিস্তিটি পড়ার জন্য মুখিয়ে থাকতো।

লিও টলস্টয়, জর্জ অরওয়েল, জি.কে চেস্টারটন প্রমুখ লেখকবৃন্দ ডিকেন্সের রচনার বাস্তবতাবোধ, রসবোধ, গদ্যসৌকর্য, চরিত্র চিত্রণের দক্ষতা ও সমাজ-সংস্কার চেতনার উচ্চ প্রশংসা করেছেন। অন্যদিকে, হেনরি জেমস, ভার্জিনিয়া উল্‌ফ প্রমুখ লেখকবৃন্দ ডিকেন্সের রচনার বিরুদ্ধে ভাবপ্রবণতা ও অবাস্তব কল্পনার অভিযোগ এনেছেন।

সাহিত্যিক জীবনে চার্লস ডিকেন্স অসংখ্য বিখ্যাত উপন্যাস রচনা করে গেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল- ডেভিড কপারফিলড, অ্য টেল অব টু সিটিজ, অলিভার টুইস্ট, দি ওল্ড কিউরিয়াসিটি শপ ইত্যাদি।

© আহমেদ জহুর
কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক

 

০১। Lansbury, Coral. “Dickens, Charles
(1812-1870)”। Australian Dictionary of
Biography On Line Edition (ইংরেজি
ভাষায়)। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।
০২। “Victorian squalor and hi-tech
gadgetry: Dickens World to open in
England”, দ্য নিউ ইয়র্ক টাইমস, ২৩ মে
২০০৭।
০৩। Stone, Harry. Dickens’ Working Notes
for His Novels. শিকাগো, ১৯৮৭.
০৪। Swift, Simon. “What the Dickens?”,
দ্য গার্ডিয়ান, ১৮ এপ্রিল ২০০৭।
০৫। Henry James, “Our Mutual Friend”,
দ্য নেশন, ২১ ডিসেম্বর ১৮৬৫।

০৬। উইকিপিডিয়া। ১২ মে, ২০২১।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD