বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

কবি হাসনাইন সাজ্জাদী ও কবি লোকমান হোসেন পলা ত্রিপুরায় সম্মাননা পাচ্ছেন

কবি হাসনাইন সাজ্জাদী ও কবি লোকমান হোসেন পলা ত্রিপুরায় সম্মাননা পাচ্ছেন

কবি হাসনাইন সাজ্জাদী ও কবি লোকমান হোসেন পলা ত্রিপুরায় সম্মাননা পাচ্ছেন
।।
বছরব্যাপী আয়োজনের মধ্য দিয়ে স্রোত লিটল ম্যাগের তিরিশ বছর পূর্তি উদযাপন ও প্রথমবারের মতো স্রোত আয়োজিত ত্রিপুরা বাংলাদেশ বইমেলায় সম্বর্ধিত হচ্ছেন বাংলাদেশের দুই কবি হাসনাইন সাজ্জাদী ও লোকমান হোসেন পলা।

আগরতলা প্রেসক্লাবের তিন তলায় আগামী ৬ ও ৭ অক্টোবর ২০২৩ এ দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে স্রোত আয়োজিত ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ । উক্ত মেলায় বিহার,আসাম,নেপাল ও বাংলাদেশ থেকে লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকরা অংশগ্রহণ করবেন।সেখানে পূর্বাপর সম্পাদক বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী এবং পূর্বাপরের কার্যকরী সম্পাদক লোকমান হোসেন পলাকে সম্মাননা জানানো হবে।এর আগেও তারা ত্রিপুরায় সম্বর্ধিত হয়েছেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা,কবি ও গীতিকার আবদুল আউয়াল স্রোত সম্মাননা ২০২৩ লাভ করবেন।
বাংলাদেশের অপর সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও কবি সুমন মুস্তাফিজ এবং কবি রবিউল ইসলাম খান বইমেলায় অংশ নিচ্ছেন।তারা তাদের বই নিয়ে পূর্বাপর স্টলে উপস্থিত থাকবেন। ৭ তারিখ বিকালে তারা নির্ধারিত কবিতা পাঠেও অংশ নিবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD