রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

শোকের নয় সৃষ্টির -পলক রহমান

শোকের নয় সৃষ্টির -পলক রহমান

শোকের নয় সৃষ্টির দিন
– পলক রহমান।

যে দু’চোখের দৃষ্টি দিয়ে সেদিন
শ্রেষ্ঠ বাঙালিকে দেখেছিল, সে দৃষ্টিতে তো
সোনালী বাংলার স্বপ্নকে ঘিরে থাকা উচিত ছিল
ঝলমলে আলোয় ভরা কৃতজ্ঞতার দৃষ্টি। অথচ
আফসোস্‌ কুদৃষ্টি হোয়ে তা বিদ্ধ হল জাতীর
পিতার বিশাল বক্ষে!

স্বয়ংক্রিয় সাব মেশিন গানের অন করা ট্রিগারে
টগবগে তাজা বুলেটের বিভতস শব্দের অপেক্ষায়
যে সাহাদাত আংগুল চড়ে ছিল, স্বাধীন বাংলায়
হত্যাকারীর সে আংগুল তো হওয়ার কথা ছিল
ঐতিহাসিক ৭ই মার্চে উঁচিয়ে ধরা স্বাধীনতা
সূচনাকারী বংগ বন্ধুর সাহাদাত আংগুল। যাতে
আঁকা ছিল সত্য ও সুন্দরের আগামী মানচিত্র।

অথচ কি নর্মম পরিহাস, কি দূর্ভাগা এই জাতি,
এমন স্বাধীন, সুন্দর ও স্বপ্নময় আবাস ভূমিতেও
জন্ম দিয়ে রেখেছিল কিছু জারজ সন্তান! যার
চোখের দৃষ্টি, পায়ের পদক্ষেপ, হাতের আংগুল
অবৈধ মন্ত্রনার তপ্ত বুলেটে পিতার বিশাল বক্ষই
শুধু নয়, যেন ধবংস করতে চেয়েছিল স্বাধীন
বাংগালী জাতিকে। কিন্তু একটি অমূল্য দেহ
অপসারণেই তো সকল সপ্ন হারিয়ে যায় না।
তাই ১৫ই আগস্ট কেবল শোকের নয়- হোক,
বাংগালী জাতির জন্য এ এক সৃষ্টিরও দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD