শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

হাসনাইন সাজ্জাদীর কবিতা ‘কবিতা প্রবাহ’

হাসনাইন সাজ্জাদীর কবিতা ‘কবিতা প্রবাহ’

কবিতা প্রবাহ
-হাসনাইন সাজ্জাদী
।।
কবিতা আজকাল বড়ো বেশি আবেগী
দর্শন কবিতাকে করে তুলেছে বড়ো বেশি মাথাভারী
অথবা কবিতা সরল গরল হয়ে তাই বড়ো চমকহীন
কবিতার বাণী যদি জ্ঞানতত্ত্বহীন হয় তবে
সমকামিতার মত উৎপাদনহীন বীর্যস্খলন এসব কবিতা
জাতির জ্ঞান নির্মাণে কতটুকুই আর
ভূমিকা রাখবে কবিতা!
কবিতায় কিছু তত্ত্ব দেয়া হয় সমকামীতার মত
বলা হয় কবির আবেগই কবিতা
কবির আবেগ কবিতা হলে
সমাজের কি আসে যায় তাতে বুঝতে হবে
সমাজতত্ত্বে কবিতা কী কাজে লাগবে?
জানতে হবে ভাবতে হবে?
কবিতা কখনো অনুৎপাদনশীল হতে পারে না
মানুষের জন্যেই কবিতা।
কবিতায় কবি অসীম সাহা দাদার চানাচুরতত্ত্ব
কিংবা ড.চন্দন বাঙ্গালের ফুচকাতত্ত্ব
কবিতার চেয়েও বেশ মজাদার কারবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD