দশদিক হাসির গোলাপ
হাসনাইন সাজ্জাদী
।।
গোলাপের পাপড়ির মতো হাসছে দু’ঠোঁট
অনবরত হাসছে প্রিয় দু’চোখ
হাসছে দু’গাল টোল পড়ছে হাসিতে
কপোলেও পড়ছে হাসির ভাজ।
পৃথিবী যদি হাসতে জানতো তার মতো
ধরণী তবে গোলাপের সুবাসে ভেসে যেত
অনুরনন উঠতো ভালবাসার জমিন জুড়ে
আসলে তার মতো কেউ হাসতে জানে না।
হাসি একটা শিল্প যে হাসে সে শিল্পী
নান্দনিক হয়ে উঠে হাসিতে তার মুখ
গোলাপ গোলাপ হয়ে উঠে হাসিমুখ
তার হাসি এখন ছড়িয়ে গেছে দশদিক।
Leave a Reply