প্রেমের অভিঘাত
-হাসনাইন সাজ্জাদী
৷।
ঘামের মতো আমার শরীর থেকে মায়া ঝরে আমার প্রেম ঝরে
দিন দুপুর আমার রোদ মাখা প্রেম প্রখর তাপ ছড়িয়ে
আমাকে ঘরের বার করে রাস্তায় নামিয়ে দেয় বলে ছড়িয়ে পড়
আমিতো ছড়িয়েই আছি জড়িয়ে পড়েছি তোমার প্রেমে হায় প্রেম
তুমি আমাকে করেছ তাপোজ্জ্বল প্রেমিক আর চারপাশে
ছড়িয়ে আছে আমার প্রেমালিঙ্গণ প্রেমাসক্ত প্রেমাস্পদ
অগ্নি মূর্তি তাদেরকে করেছে জঠিল কঠিন আর আমি
সহজ সরল প্রেমিক।
ট্রাফিক মোড়ে মোড়ে এখনো প্রেম জ্যাম হয়ে আছে জ্যামিতিক হারে
সবুজ বাতি লাল বাতি সবই জ্বলছে আমার প্রেমে আমি দাঁড়িয়ে থাকি
প্রেমের তাপমাত্রা মাপি আমি জাত প্রেমিক এখনো সন্ধ্যা নামলে
আমি বেরিয়ে পড়ি আড্ডা থেকে আড্ডায়
সবখানেই আমার ছড়ানো প্রেমে বাতাস দোল খায় রাতদিন।
Leave a Reply