অডিও ক্যাসেটের ফিতেয় প্যাঁচানো আমার জীবন
হাত বদল হই এমন সময়ে
একটু শক্ত টান পড়লেই ছিড়ে যেতে পারে
কোথাও না কোথাও
আবার আটকে যেতে বসে যখন তখন
প্যাঁচে পড়লেই
কখনো বা আটকেও যায় তখন ইকোনো বল পেনে
রিল প্যাঁচিয়ে ঘুরালে সোজা সরল হয় জীবন
এভাবে প্যাঁচানো সমাজ আমাকে জড়িয়ে রেখেছে
একটুও নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে আসে
তখন আমি ভাবি আসলে সমাজের চেয়ে ভিনজগত আমার প্রয়োজন
আমি ভিন জগতের সন্ধান করি
আসলে আমি নিজেকে আড়াল করতে চাই
কিন্তু পারি না
আমি যে নিজের উচ্চতায় আড়ালের সন্ধান জানি না
আড়াল আসলে গভীরতা তন্দ্রার
আর আমি তন্দ্রাহীন এক পাহাড়
যার আড়াল হবার জায়গা নেই
আমার আড়ালেই লুকিয়ে রয়েছে
কত আলোচিত মুখ।
Leave a Reply