ভালোবাসা হোক মানুষের ধর্ম
হাসনাইন সাজ্জাদী
।।
ভালোবাসতে সাহস লাগে
কারো কারো সাহস থাকতে হয় মনে
কখনো কোনো নির্জনতায় কাউকে কাছে ডেকে
বলে দিতে হয় ভালোবাসি তোমাকে।
ভালোবাসা বিতর্কিত বিষয় না হয়ে হয়ে যাক জনগুরুত্বপূর্ণ বিষয়
ভালোবাসি বলাটা হয়ে যাক মানুষের ধর্ম
সাম্প্রদায়িক হানাহানি থেকে বেরিয়ে আসুক মানুষ।
ম্যাসেঞ্জারে ভালোবাসা ইনবক্স করে কেউ
যাতে প্রতারিত করতে না পারে অন্য কাউকে
তাই ভালোবাসা হোক প্রকাশ্য বিধান
ভালোবাসা শব্দটি ধর্মগ্রন্থের হোক প্রারম্ভিক বাণী।
Leave a Reply