মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:০২ অপরাহ্ন

হাসনাইন সাজ্জাদী’র কবিতা -আমি বিজয় ঘোষণা করছি

হাসনাইন সাজ্জাদী’র কবিতা -আমি বিজয় ঘোষণা করছি

আমি বিজয় ঘোষণা করছি
-হাসনাইন সাজ্জাদী
।।
দ্রুত পেছনে ছুটে চলা বৃক্ষের সারি
ছুটে চলে পাহাড় পর্বত জলাশয়
ছুটে চলে ঘরবাড়ি পেছনে
আমি যখন দ্রুতগামী ট্রেনে চেপে
ছুটে চলি সামনে

আসলে আমিই চলি
প্রকৃতিকে পেছনে ফেলে আমি চলি
জীবনের সকল সজীবতাকে পেছনে ফেলে
যৌবনের চরম উষ্ণতাকে পেছনে ফেলে
আমি চলি শুকনো রসমলাই যেমন
ফেলে দিতে হয়
আমাকেও ফেলে দিবে প্রকৃতি একদিন
আমার কঙ্কাল শুকিয়ে চূর্ণ হয়ে আসলে

আসলে হীরের হার যেমন চুরি হয় চোরের হাতে
জলাশয় যেমন শুকিয়ে আসে ফাগুন চৈত্রে
প্রাণরস মানে রক্ত ও অক্সিজেন যেমন
ফুরিয়ে আসে মৃত্যুর ছোঁয়ায়
তারপর আমিও একদিন পরিত্যক্ত বর্জ্য হবো
আমিও একদিন মিশে যাবো আলো-বাতাস ধুলোয়

তবুও আমি আমার আগমনের বিজয় ঘোষণা করছি
বিজয়ী ছিলাম আমি মাতৃগর্ভে
বিজয়ী আমি শৈশব কৈশোর আর
যৌবনে পুরোটাই

আমি তাই হতাশ হই তবে হতাশ নই
আমাকে ভালোবাসে না এমন প্রাণ কই
ভালোবাসা পেলেই মানুষ বিজয়ী হয়
আমার বিজয় বার্তা নানা সংস্থায়
সমিতিতে আইন আদালতে
অক্ষরবৃত্ত প্রকাশনায় ব্যবস্থাপনায়
আরো বিজয়ী আমি দক্ষতা অদক্ষতায়
সর্বাত্মক বিজয়ী আমি সর্বাবস্থায়…

৩০/০৭/২২
শহিদ সলিমউল্লাহ রোড, মোহাম্মদপুর,ঢাকা -১২০৭

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD