শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

হতভাগী -নিধি ইসলাম

হতভাগী -নিধি ইসলাম

হতভাগী -নিধি ইসলাম

হতভাগী
নিধি ইসলাম


আমার নিস্তব্দ রাত বিনিময় হয়েছে এক জোনাকি পোকার সাথে।
তার মৃদ আলোয় আমি আলোকিত।
আমি খুব ছোট বেলা থেকে অল্প আলোয় খুশি।
কিন্তু আমার পোড়া কপালে জোনাকি পোকার মৃদ আলো টাও সহিলো না।
সে আলো টাও আমাকে নিয়ে ভিষন ডিস্টাব বুজতে পারলাম অনেক আগেই।
তবে তাকে হারাবার ভয় আমি আতংকে থাকতাম প্রতিটা দিন মাস বছর মিনিট সেকেন্ড।
তবে মনে মনে ভেবে নিয়ে ছিলাম আমার মতো ফুল পরী পেয়ে ও আমাকে হারাবে না।
কিন্তু সেটাও ভুল কারণ অন্ধকার কখনো আলোতে সহে না তাই সেও আমার থাকলো না।

তবে আমার মনের অজানাই একটা কবিতা লেখা ছিলো
অতি সুন্দরীর না হয় ঘর না হয় বর।

আমাকে দেখে হাজার টা ছেলে ক্রাশ খায় বাট আমার সাথে তাহারে সংসারে কপালকুণ্ডলার মতো মাথায় ঠুকায়।

তবে জোনাকি পোকা কে খুব তাড়াতাড়ি মুক্ত করে দিবো তাকে তার পূর্ণ স্বাধীনতা দিবো।
তবে আমি যে অন্ধকারে জন্মবধি ছিলাম তা নিরন্তর মাটির গুহায় একাকী নির্জনে নিজেকে লুকিয়ে রাখবো ইহকালের জন্য।

তবে কেউ জানতেও পারবে না
আমি খুঁয়ে খুঁয়ে উইপোকার মতো আমাকে খুবলে খাবে তাতে আমার কোন বুক পাঠা আর্তনাদ থাকবে না।

আমি জন্মনানোর
সময় হতভাগী ছিলাম
তবে এই আলোকসজ্জার মাঝে আমি হারিয়ে গেলাম
করবোনা আর জ্বালাতন
থাকবোনা আর কারো হ্নদমাজারে
এক টুকরো কাচের টুকরো।
হা হা হা হা হা
হে পৃথিবী তুমি আমাকে তোমার স্বাধ গ্রহণ করতে দিলেনা তবে আমি চললাম দূরে অনন্তপুরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD