স্রোত সাহিত্য উৎসব :২০২৩
||
কমলগঞ্জ (মৌলভীবাজার) :স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা আয়োজিত মৌলভীবাজারের
কমলগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় ১৩ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয় স্রোত মৌলভীবাজার সাহিত্য উৎসব :২০২৩। আজকের কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অফিস কক্ষে আলোচনা ও সম্মাননা প্রদানের মাধ্যমে উদযাপিত হয়।অনুষ্ঠানে দক্ষিণারঞ্জন ধর স্রোত সাহিত্য সম্মাননা তুলে দেওয়া হয় কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ মহোদয়কে। আলোচনা করেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ, ব্যবসায়ী হুমায়ুন কবির প্রমুখ।
আগামীতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এর পরপরই বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে স্রোত সাহিত্য উৎসবের ধারাবাহিক প্রক্রিয়া সাড়ম্বরে পালন করার কথা ঘোষণা করেন ভারতের ত্রিপুরার স্রোত সাহিত্য পরিষদের সম্পাদক কবি গোবিন্দ ধর মহেদয়। স্রোত সম্পাদক সকলের সহযোগিতা কামনা করে প্রচার ও উপস্থিত করানোর জন্য কমলগঞ্জ, ঢাকা,ঝিনাইদহ,কুলাউড়া,মৌলভীবাজারের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে কথা বলা সমাপ্তি করি।
১৩:১১:২০২৩
Leave a Reply