স্বজন ঘেরা বারমাসী গৃহের কাছে
নাজমা বেগম নাজু
একটা মহিমান্বিত দিন থেকেই পূনর্যাত্রা শুরু করি আবারো-
নতুন করে জন্ম নিই,
হোকনা সেটা এবারের
এই ঈদের দিনটাই।
আজ হতে নতজানু হই এসো
হৃদ-মন্দিরের কাছে-
ভালবাসার কাছে-
স্বজন ঘেরা বারমাসী গৃহের কাছে
ফসলী দিন শেষে –
বাঁশমতি সন্ধ্যার কাছে,
মানুষের কাছে
সুবাস মুখর মানব হৃদপিন্ডের কাছে,
বন্ধুর কাছে
আপন আপন অনুভূতির কাছে,
ভুল ঠিকানায় হারিয়ে যাওয়া- সততার কাছে-
সত্যের কাছে।
Leave a Reply