রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

স্বজন ঘেরা বারোমাসী গৃহের কাছে – নাজমা বেগম নাজু

স্বজন ঘেরা বারোমাসী গৃহের কাছে – নাজমা বেগম নাজু

স্বজন ঘেরা বারমাসী গৃহের কাছে
নাজমা বেগম নাজু

একটা মহিমান্বিত দিন থেকেই পূনর্যাত্রা শুরু করি আবারো-
নতুন করে জন্ম নিই,
হোকনা সেটা এবারের
এই ঈদের দিনটাই।
আজ হতে নতজানু হই এসো
হৃদ-মন্দিরের কাছে-
ভালবাসার কাছে-
স্বজন ঘেরা বারমাসী গৃহের কাছে
ফসলী দিন শেষে –
বাঁশমতি সন্ধ্যার কাছে,
মানুষের কাছে
সুবাস মুখর মানব হৃদপিন্ডের কাছে,
বন্ধুর কাছে
আপন আপন অনুভূতির কাছে,
ভুল ঠিকানায় হারিয়ে যাওয়া- সততার কাছে-
সত্যের কাছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD