শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

সৌন্দর্যময় বাংলাদেশে ঋতুর খেলা -জানে আলম মুনশী

সৌন্দর্যময় বাংলাদেশে ঋতুর খেলা -জানে আলম মুনশী

সৌন্দর্যময় বাংলাদেশে ঋতুর খেলা

ঋতু চক্রের বাংলাদেশে-
ষড় ঋতুর খেলা,
গ্রীস্মকালে গরম পড়ে-
আম কাঁঠালের মেলা।

বর্ষা কালে খালে বিলে-
শাপলা শালুক ফোটে,
জলের উপর ঝিলি মিলি-
সোনালী রোদ উঠে।

শরৎ কালে সাদা মেঘ-
উড়ে পাখা মেলে,
নদীর কুলে কাশফুল-
বাতাসে ঢেউ খেলে।

হেমন্তে ঐ নতুন ধানের-
গন্ধে ভরে মন,
নবান্নের উৎসবে তাই-
মাতে আপনজন।

পৌষ মাসে রসের পিঠা-
শিশির বিন্দু নিয়ে,
শীত আসে চুপি চুপি-
চাদর মুড়ি দিয়ে।

কোকিলের সেই কুহ কুহ-
ডাক শোনা যায় কানে,
মন ছুটে যায় ফুলবাগানে-
বসন্তেরই টানে।

গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত-
শীত বসন্ত মিলে,
রুপে রসে উৎকর্ষে-
সাজিয়ে তাঁরে দিলে।

এমনি করে বছর জুড়ে-
ঋতুর খেলা চলে,
তাইতো লোকে বাংলাদেশকে-
সোনার বাংলা বলে।

কি অপরুপ রুপে তুমি-
সাজালে এই ধরা,
গাছে গাছে পাখি ডাকে-
ফুলে ফলে ভরা।

ষড় ঋতুর এই দেশেতে-
রুপের নাইকো শেষ।
সব ঋতুতেই নতুন করে-
সাজে আমার দেশ।

(ভাল লাগলে লাইক, শেয়ার কমেন্টস করতে পারেন।)

লেখক: জানে আলম মুনশী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD