শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

সেই ভাষণ -নইম হাসান

সেই ভাষণ -নইম হাসান

সেই ভাষণ
__________________________
নইম হাসান

স্বাধীনতার কথা মনে হলেই
কানে বাজে ঠা ঠা ঠা গুলির শব্দ
ভয়ার্ত চোখে ভেসে ওঠে
জলপাইরঙা ট‍্যাংক,কনভয়ের
দখলে রাজপথ

জাতি বৈষম‍্যের তীব্র প্রতিবাদে
জেগে ওঠা বাঙালির অস্তিত্বের শংকা
ঝাঁপিয়ে পড়া নিরস্ত্র মানুষের ওপর
পাকবাহিনীর তান্ডব

ত্রস্ত নগর-বন্দর-জনপদ
দিগ্বিদিক ছোটাছুটি,হত‍্যাযজ্ঞ নির্বিচার
আগুনে পোড়া ঘর,গুদাম
গবাদিপশুর খোঁয়াড়

ধর্ষিতা বোনের লজ্জাবনত মুখ
নির্যাতিত বাবার রক্তমাখা শরীর
ভাইয়ের নিখোঁজ হওয়া
যুদ্ধে যাবার পথে মায়ের শেষ চেয়ে থাকা…

রেসকোর্স ময়দানের
এক দফার সেই সংগ্রামী ভাষণ
মুক্তিযোদ্ধার হাতে থ্রি নট থ্রি রাইফেল
দুর থেকে ভেসে আসা শ্লোগান
জয় বাংলা-জয় বাংলা
আর প্রতিশোধের তীব্র দহনে
পায়ের তলায় দলিত পাকপিশাচের লাশ

অতঃপর এলো স্বাধীনতা
মানচিত্রে স্বাধীন বাংলাদেশ

✌________

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD