সেই দিনটি কোথায় গেলো
….……….মতিউর জিসান
সেই দিনটি আমারও ছিল
এখন সবই মিছে,
কেউ ছুটতাম খেলার মাঠে
কেউ চড়তাম গাছে।
ক্লাস ফেলে কেউ নাটাই হাতে
কেউ বা নিয়ে ঘুড়ি,
চাঁদা তুলে শেষ বিকেলে
খেতাম ছোলা মুড়ি।
সন্ধ্যা হলে কারেন্ট গেলে
সঙ্গী-সাথী কাউকে পেলে,
কানামাছি ভোঁ ভোঁ খেলে
ঝগড়া হতো তালগোলে।
ঝোপের ভেতর আধার কালো
জোনাক দিতো মিটি আলো,
হুতোম পেঁচার ফ্যালফ্যালানী
দেখে লাগতো ভালো।
সেই দিনটি কোথায় গেলো
সঙ্গী সাথী কই,
খড়ের চালে পড়ে আছে
গাছে ওঠার মই।
Leave a Reply