রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
সূর্যি মামা -সেলিম কাজী

সূর্যি মামা -সেলিম কাজী

সূর্যি মামা
সেলিম কাজী

সূর্যি মামা তুমি পূর্ব গগনে উদিত হও,
গগণ বিদায় জানাই শত শত তারাকে।
হাসিতে থাকে পৃথিবীর মায়ের কোলে
দোল খেতে থাকে মৃদু হাওয়াতে।

আস্তে আস্তে তুমি কেন রুদ্রমুখী হও,
ভর দুপুরে তোমার আসল চেহারা দেখাও।
তোমার রোদ্র দাহণে কাক মরে তৃষ্ণায়
এক ফোঁটা পানির জন্য ঘুরে কলসির কাছে।
উড়িয়া উড়িয়া বেড়ায় জলাশার খোঁজে
যদি কৃষ্ণা মেটাতে পারে এক ফোটা জলে।

তোমাকে মামা বলে ডাকি সকালবেলা,
দুপুরবেলা কেঁদে কেঁদে বলি ছাই।
বিকেল বেলা মায়া ঢেলে চলে যাও,
আকুল বেদনায় কাঁদিয়া কাঁদিয়া মরি।

সূর্যি মামা এমন করে রাগ করো না।
আমরা যদি হতাম তোমার আপন বোনের,
ভাগিনা ভাগ্নি হতাম যদি ভাতিজা,
কোলে তুলে নিয়ে কত আদর করিতা।

সূর্যি মামা সকালবেলা তোমার আলোতে,
লাউয়ের ডগায় ছরাইয়া রাখো রুপালী সোনা।
ফুলে ফুলে পরাগ লাগায় প্রজাপতি
ফলে ফুলে ভরে উঠে পৃথিবী নামক গ্রহটি।
সূর্যি মামা সূর্য্যি মামা আর রাগ করো না,
কেঁদে কেঁদে মরে যাব খুঁজে পাবেনা।

সূর্যি মামা আমরা যদি মরে যাই,
মামা বলে কে ডাকবে তোমায়,
সকালবেলা কে দিবে প্রণাম,
কে দিবে মিনারে উঠিয়া আজান।
মন্দিরে শুনিতে পাবে না উলুধ্বনি,
মিনতি করি আমাদের সাথে রাগ করো না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD