সুবাস
…বিনয় মন্ডল
.
ঝরা ফুলের বেদনার মতো
তুমি এক ঘাতক সুবাস,
দুচোখ ভরা আফিম নেশা
হৃদয় জুড়ে স্বপ্নের বসবাস।
.
আজও বন্দীগি রাতে বন্দনা হয়ে
উঁকি দিয়ে স্বপ্নের ঘোরে যায় ক্ষয়ে
অথচ বলিনি তোমাকে গোপন ব্যথা
কোনদিন অভিসারে না বলা কথা।
.
তবুও তুমি চিরদিন রয়ে যাও স্মৃতি জুড়ে।
Leave a Reply