তোমার কপালের নীল টিপ দেখে মনে হয়
তুমি সুখেই আছ,
কোন কলঙ্ক তোমাকে স্পর্শ করেনি,
কিংবা সদা হাস্যময় তোমার মুখের সুন্দর হাসি
দেখে মনে হয়
তুমি এই পৃথিবীতে সেরা সুখী।
কিন্তু আমিতো জানি
এই হাসির আড়ালে লুকিয়ে আছে
অনেক কষ্টের ইতিকথা।
তুমি পৃথিবীর সেরা অসুখী।
প্রায় সময়ই তুমি যখন অট্টহাসিতে ফেটে পর
আমি তখন তাকিয়ে থাকি অপলকে।
তোমার মুক্তোর মতো দাঁতগুলোর দিকে চেয়ে
তুমি এখন আর আমার দিকে তাকাও না।
পাশ কাটিয়ে অন্যমনস্ক হয়ে চলে যাও।
এ নিয়ে এখন আর মন খারাপ হয় না।
আমিতো এক অক্ষম যুবক,
হয়তবা বুঝাতে পারিনি তোমাকে
কিংবা তুমি আমাকে।
যা কিছু ব্যর্থতা সব আমার
এ পৃথিবীতে সব কিছু পেতেই হবে
এমনতো কোন কথা নেই।
কায়মনে প্রার্থনা সৃষ্টার কাছে
তুমি সুখী হও।
সংসার নিয়ে শান্তিতে যাপন কর।
আমাকে নিয়ে নয়
তোমার সবাইকে নিয়ে।
আমিতো এক পোড় খাওয়া যুবক।
কোথায় আমার ঠিকানা
তা জানা নেই।
এই পৃথিবীতে এতোগুলো ঘূর্ণায়মান
নক্ষত্রমন্ডলী-ছায়াপথ-গ্রহাণুপূঞ্জ-ব্ল্যাক হোল
তার কি ঠিকানা আছে বল ?
সাগরতল কিংবা গভীর আমাজান বন
দক্ষিণ মেরু-উত্তর মেরুর অনেক কিছুইতো অজানা।
আমি না হয় তাদের মতোই হয়ে রইলাম।
এইতো সংক্ষিপ্ত এক জীবন
চলে যাব একদিন না ফেরার দেশে।
আমাকে নিয়ে ভাবার কি দরকার বল ?
তবুও বলছি, বার বার বলছি,
সুখী হও, তুমি সুখী হও। ২০১৪
Leave a Reply